Arup Biswas: অরূপের ক্রীড়া দফতর কে দেখবেন?
Arup Biswas sends letter to CM Mamata Banerjee: গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে লিওনেস মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকরা। মেসি চলে যাওয়ার পর স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয়। যুবভারতীকাণ্ডে তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। যুবভারতীকাণ্ডে বিরোধীরা সবচেয়ে বেশি সরব হয়েছে অরূপ বিশ্বাসকে নিয়ে। মাঠের মধ্যে ক্রীড়ামন্ত্রীকে যেভাবে মেসির পাশে দেখা গিয়েছে, তা নিয়ে কটাক্ষ করেন।

কলকাতা: যুবভারতীকাণ্ডে তাঁর বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। লিওনেল মেসির পাশে সবসময় তাঁকে দেখতে পাওয়া নিয়ে কটাক্ষের বন্যা বইছে। এই পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। তাঁর ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তদন্ত চলাকালীন ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই প্রশ্ন ওঠে, অরূপকে অব্যাহতি দেওয়ার পর ক্রীড়া দফতরের দায়িত্ব কার হাতে থাকবে? সূত্রের খবর, আপাতত ক্রীড়া দফতরের দায়িত্ব নিজের হাতে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে লিওনেস মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকরা। মেসি চলে যাওয়ার পর স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয়। যুবভারতীকাণ্ডে তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। যুবভারতীকাণ্ডে বিরোধীরা সবচেয়ে বেশি সরব হয়েছে অরূপ বিশ্বাসকে নিয়ে। মাঠের মধ্যে ক্রীড়ামন্ত্রীকে যেভাবে মেসির পাশে দেখা গিয়েছে, তা নিয়ে কটাক্ষ করেন।
এই আবহে গতকাল মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন অরূপ বিশ্বাস। সেখানে তিনি লেখেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই, নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি, আপনি আমার এই অনুরোধ রাখবেন।”
সূত্রের খবর, অরূপ বিশ্বাসের এই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁকে ক্রীড়া দফতর থেকে অব্যাহতি দেওয়া হল। অরূপের এই পদক্ষেপকে সঠিক বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখছেন। আপাতত এই দফতরের দায়িত্ব অন্য কাউকে দিচ্ছেন না।
