Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘তোমাদের কথা আমরা যেভাবে ভেবেছি, আগে কেউ ভাবেনি’, পড়ুয়াদের বললেন মমতা

Mamata Banerjee: সবুজ সাথী, কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ থেকে শুরু করে অন্যান্য স্কলারশিপ ও স্টাইপেন্ড সবই উঠে এসেছে পড়ুয়াদের উদ্দেশে লেখা মমতার চিঠিতে। একইসঙ্গে উল্লেখ রয়েছে স্টুডেন্ট্স ক্রেডিট কার্ড কিংবা তরুণের স্বপ্নের মতো প্রকল্পগুলির কথাও।

Mamata Banerjee: 'তোমাদের কথা আমরা যেভাবে ভেবেছি, আগে কেউ ভাবেনি', পড়ুয়াদের বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2023 | 7:46 PM

কলকাতা: বাংলার পড়ুয়াদের কথা বর্তমান রাজ্য সরকার যেভাবে ভেবেছে, সেভাবে অতীতে আর কখনও ভাবা হয়নি। ছাত্র-ছাত্রীদের প্রতি নববর্ষের শুভেচ্ছাবার্তায় সেই কথাই মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার ধারণা, আমরা যেভাবে তোমাদের কথা ভেবেছি, সেভাবে আগে কখনও ভাবা হয়নি।’ বাংলার পড়ুয়াদের শিক্ষার পথে যাতে কোনও কিছু বাধা হয়ে না দাঁড়াতে পারে, তা নিশ্চিত করতে তাঁর সরকার কী কী পদক্ষেপ করেছে, সে কথাও চিঠিতে স্মরণ করিয়ে দিয়েছেন মমতা।

সবুজ সাথী, কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ থেকে শুরু করে অন্যান্য স্কলারশিপ ও স্টাইপেন্ড সবই উঠে এসেছে পড়ুয়াদের উদ্দেশে লেখা মমতার চিঠিতে। একইসঙ্গে উল্লেখ রয়েছে স্টুডেন্ট্স ক্রেডিট কার্ড কিংবা তরুণের স্বপ্নের মতো প্রকল্পগুলির কথাও। সেই সবের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এরকম একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রকল্প তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি, ভবিষ্যতেও আনব।’ পড়ুয়াদের উদ্দেশে নববর্ষের শুভেচ্ছাবার্তায় মমতা আরও লিখেছেন, ‘তোমাদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা সবসময় আন্তরিক।’

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ রাজ্যের পড়ুয়াদের জন্য ইতিমধ্যেই একগুচ্ছ প্রকল্প চালু করেছে। নারীশিক্ষায় রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। পরিবারের আর্থিক সমস্যা যাতে পড়ুয়াদের শিক্ষার ক্ষেত্রে কোনও বিঘ্নের কারণ না হয়, তার জন্য চালু করা হয়েছে  স্টুডেন্ট্স ক্রেডিট কার্ড। এক্ষেত্রে লোনের জন্য আলাদা করে কোনও গ্যারান্টারের দরকার হয় না, রাজ্য সরকারই গ্যারান্টার