AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্লাস্টিকে জলের বোতল ঝুলিয়ে সিবিআই দফতরে কে? লালাকেই প্রশ্ন ‘আপনি কি লালা?’

সিবিআইয়ের (CBI) নোটিস পেয়ে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিলেন কয়লাকাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালা।

প্লাস্টিকে জলের বোতল ঝুলিয়ে সিবিআই দফতরে কে? লালাকেই প্রশ্ন 'আপনি কি লালা?'
ফাইল চিত্র।
| Updated on: Mar 30, 2021 | 1:53 PM
Share

কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই সিবিআই দফতরের সামনে ঠায় দাঁড়িয়ে সাংবাদিকরা। যে কোনও মুহূর্তে চলে আসতে পারেন কয়লাকাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালা। ঘড়ির কাঁটা তখন ১০টা ৫০। ধবধবে সাদা শার্ট কালো প্যান্ট পরা একজন ঢুকলেন নিজাম প্যালেসের ভিতর। তার পিছু পিছুই আরও একজন, পরণে সাদা শার্ট, সাদা প্যান্ট। পাশেই লাল শার্ট, সাদা প্যান্ট, মাথায় টুপি পরা আরও একজন। যাঁর হাতে সাদা প্যাকেটে একটা জলের বোতল, গোল একটা বাক্স। লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে।

দেখেই সন্দেহ হয়েছিল সাংবাদিকদের। ততক্ষণে ক্যামেরাবন্দিও হয়ে গিয়েছে গতিবিধি। তবে এই ত্রয়ী কারা, তা নিয়ে সংশয় কাটছিলই না। এরইমধ্যে এক সাংবাদিক এগিয়ে গিয়ে প্রশ্ন করেন, ‘আপনি কি অনুপ মাজি?’ তিনজনই নীরব। ভাবখানা এমন, এ প্রশ্ন কার উদ্দেশে সেটাই বুঝতে পারছেন না। ততক্ষণে লিফটের দরজা খুলে গিয়েছে। ঢুকে পড়লেন তিনজন।

এরপরই দ্বিগুণ হয় সন্দেহ। সাংবাদিকরা নিজেদের মত করেই খবর নেওয়া শুরু করেন। একজনকে নজরদারির জন্য পাঠানো হয় ১৪ তলায়। কারণ, এখানেই কয়লাসংক্রান্ত মামলার যাবতীয় জিজ্ঞাসাবাদ চলছে। তবে ১৪ তলায় সিবিআইয়ের ওই দফতরে তিনজন ঢুকলেও ফের তারা ছ’ তলায় নেমে আসেন।

আরও পড়ুন: কয়লাকাণ্ডে বড় খবর! অবশেষে সিবিআই দফতরে হাজিরা লালার

এরইমধ্যে ডিআইজি সিবিআই অখিলেশ সিংয়ের গাড়ি ঢোকে নিজাম প্যালেসে। তাঁর কাছেই সাংবাদিকরা জানতে চান, লালা ঢুকেছেন কি না। ক্যামেরাবন্দি ছবিও দেখানো হয় ওই সিবিআই কর্তাকে। তিনিও বিষয়টি নিয়ে নিশ্চিত ছিলেন না। তবে আশ্বস্ত করে যান, উপরে গিয়ে খোঁজ নিয়ে বলবেন। ১০ মিনিটের মধ্যে খবর আসে, সন্দেহই ঠিক। তিনজনের মধ্যে লাল শার্ট, লাল টুপিতে যিনি লালে লাল, তিনিই লালা। বাকি দু’জন তাঁর আইনজীবী।

প্রথম থেকেই একের পর এক চমক রেখেছেন ‘কালো হিরা’ পাচারকারী অনুপ মাজি ওরফে লালা। নভেম্বর থেকে তদন্ত শুরু হওয়া ইস্তক তাঁর টিকি পর্যন্ত দেখা যায়নি। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পরে মার্চের শেষবেলায় এসে সিবিআই দফতরে দেখা মিলল লালার। যাঁর আবির্ভাবের পরতে পরতে গোপনীয়তা, চরম গোপনীয়তা।