AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কয়লাকাণ্ডে প্রথম গ্রেফতারি, সিআইডির জালে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী

কয়লাকাণ্ডের (Coal Scam) মূল চক্রী অনুপ মাজিকে নাগালে পেতে মরিয়া সিবিআই। এরইমধ্যে সিআইডির জালে তাঁর ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। আজই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ধৃতকে।

কয়লাকাণ্ডে প্রথম গ্রেফতারি, সিআইডির জালে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী
বেশ কিছু দিন পলাতক ছিলেন রণধীর সিং।
| Edited By: | Updated on: Mar 13, 2021 | 2:45 PM
Share

কলকাতা: কয়লাকাণ্ডে (Coal Scam) প্রথম গ্রেফতার। রণধীর সিং নামে এক ব্যবসায়ীকে দুর্গাপুরের অন্ডাল থেকে গ্রেফতার করে সিআইডি। শুক্রবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ধৃতকে। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ রণধীর।

গত কয়েকদিনে কয়লাকাণ্ডের সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে একের পর এক নাম হাতে উঠে এসেছে তদন্তকারীদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জেলায় জেলায় অভিযান চালাচ্ছে। রয়েছে ইডিও। এবার ময়দানে সিআইডিও। সূত্রের খবর, সিআইডি তদন্তভার নেওয়ার পর পশ্চিম বর্ধমানের বিভিন্ন কয়লা খনি এলাকার শ্রমিকদের সঙ্গে কথা বলতে শুরু করে। সেখান থেকেই উঠে আসে রণধীরের নাম। কিন্তু এতদিন গা ঢাকা দিয়ে ছিলেন এই ব্যবসায়ী। শুক্রবার অন্ডালের কাজোরার বাড়িতে ফেরার পরই তাঁকে গ্রেফতার করা হয়।

মূলত, রণধীরের কাছ থেকে তদন্তকারীরা জানার চেষ্টা করবেন— কে বা কারা কয়লা তোলার সঙ্গে যুক্ত। মেশিন এনে খনির কয়লা তুলে কোথায় পাঠানো হত? কাদের কাছেই বা কয়লা হাতবদল হয়ে যেত? সিআইডি সূত্রে খবর, রণধীর সিং খনির কয়লা তোলা থেকে হাতবদল, পাচার পর্যন্ত সমস্ত খবরাখবর রাখতেন।

এ দিকে কয়লাকাণ্ডে এই গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং তা সিআইডি ময়দানে নামার অনেক আগেই। কিন্তু প্রথম সাফল্যটা এল সিআইডির হাত ধরেই। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব প্রমাণের চেষ্টায় মরিয়া, কেন্দ্রের তদন্তকারী সংস্থার তুলনায় সিআইডি অনেক বেশি তৎপর। পাল্টা বিজেপির দাবি, এই রণধীরকে সিবিআই হাতে নিলে বড় কোনও তথ্য উঠে আসতে পারে। চাপ বাড়তে পারে তৃণমূলের। তাই আগেভাগে সিআইডি তাঁকে জিম্মায় নিয়ে নিল।