AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কয়লা পাচারকাণ্ড: ৪ জানুয়ারি তৃণমূল নেতা বিনয় মিশ্রকে তলব করল সিবিআই, জারি লুকআউট নোটিস

বিনয়ের দুটি বাড়ির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির তাঁর বাড়িতে যাতায়াত ছিল না, তা জানতে মরিয়া গোয়েন্দারা।

কয়লা পাচারকাণ্ড:  ৪ জানুয়ারি তৃণমূল নেতা বিনয় মিশ্রকে তলব করল সিবিআই, জারি লুকআউট নোটিস
বিনয় মিশ্র
| Updated on: Dec 31, 2020 | 4:24 PM
Share

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকে (Vinay Mishra) তলব করল সিবিআই। ৪ জানুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  জারি করা হয়েছে বিনয় মিশ্রর নামে লুকআউট নোটিসও।

সিবিআইয়ের কেস ডায়েরিতে বিনয়ের পরিচয় রাজ্যের একজন প্রথম সারির নেতা এবং কয়লা পাচার চক্রের কিংপিন অনুপ মাজি ওরফে লালার লিঙ্কম্যান হিসাবে। বছরের শেষ দিন  দক্ষিণ কলকাতার ধর্মদাস রোড এবং রাসবিহারি অ্যাভিনিউয়ের বাড়িতে হানা দিয়ে বিনয়ের হদিশ পাননি গোয়েন্দারা। সাত ঘণ্টা ধরে চলে ম্যারাথন তল্লাশি। তাঁর বাড়ি থেকে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেট ও বহু নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। সেগুলি সিবিআই-এর টেকনিক্যাল টিমের কাছে পাঠানো হয়েছে।

সিবিআই মনে করছে, এগুলি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। সিবিআই-এর ইঙ্গিত, বিনয়কে পেলেই পাওয়া যাবে সেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে যিনি ‘প্রোটেকশন’ দিয়েছেন লালাকে। এছাড়াও এই নথি থেকে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সম্পর্কেও বেশ কিছু সূত্র মিলতে পারে বলে আশাবাদী সিবিআই। কারণ বিনয় ‘ফান্ড ম্যান’ হিসাবে কাজ করতেন।  লালা তাঁর হাত দিয়েই কোটি কোটি টাকা কাটমানি কলকাতায় পাঠাত।

আরও পড়ুন: নোবেলজয়ীকে ‘জমিচোর’ বলে জোর বিতর্কে দিলীপ, অধীরের কটাক্ষ, শিক্ষাকে কোথায় এনে দাঁড় করাচ্ছে বিজেপি?

পাশাপাশি বিনয়ের দুটি বাড়ির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির তাঁর বাড়িতে যাতায়াত ছিল না, তা জানতে মরিয়া গোয়েন্দারা। উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই আয়কর দফতরের কর্তারা হানা দেয় বিনয়ের বাড়িতে। তারপর থেকেই বেপাত্তা তিনি। গোয়েন্দারা এদিন তাঁর পরিবারের সদস্যদের কাছে হাজিরার নোটিস পাঠিয়ে দিয়েছেন।