Kolkata: শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জানানো ওয়াজাহাতকে হেফাজতে নিতে বাংলায় আসছে হিমন্ত বিশ্বশর্মার পুলিশ
Kolkata: ওয়াজাহাত খানের বিরুদ্ধে এবার ধর্মীয় ভাবাবেগে আঘাতর দেওয়ার অভিযোগ উঠল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বক্তব্য রাখার অভিযোগ উঠেছে। অসমের একটি উপাসনালয় নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে সেরাজ্যের পানবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়।

কলকাতা: তাঁর অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে। শর্মিষ্ঠার বিরুদ্ধে তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন। এবার ওয়াজাহাত খান নামে ওই ব্যক্তির বিরুদ্ধেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল। একটি ধর্মের উপাসনালয় নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে অসমে তাঁর বিরুদ্ধে অভিযোগ। ওই ব্যক্তিকে গ্রেফতার করতে অসম পুলিশ বাংলায় আসবে বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ওয়াজাহাতকে গ্রেফতারিতে অসম পুলিশকে সহায়তা করার জন্য বাংলার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন হিমন্ত। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকে ওয়াজাহাত পলাতক বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।
গত ৩০ মে পুনের আইনের ছাত্রী শর্মিষ্ঠাকে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শর্মিষ্ঠার একটি ইনস্টাগ্রাম ভিডিয়ো নিয়ে বিতর্ক বেধেছিল। সমালোচনার মুখে ভিডিয়োটি ডিলিট করে দিয়েছিলেন বছর বাইশের ওই তরুণী। ক্ষমাও চান। কলকাতা পুলিশ অবশ্য জানায়, তার আগেই গার্ডেনরিচ থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ দায়ের হয়। অভিযোগটি দায়ের করেন ওয়াজাহাত খান।
সেই ওয়াজাহাত খানের বিরুদ্ধেই এবার ধর্মীয় ভাবাবেগে আঘাতর দেওয়ার অভিযোগ উঠল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বক্তব্য রাখার অভিযোগ উঠেছে। অসমের একটি উপাসনালয় নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে সেরাজ্যের পানবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়। ওই ব্যক্তিকে ধরতে বাংলায় অসমের পুলিশ আসবে বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
অসমের মুখ্যমন্ত্রী বলেন, “ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অসম পুলিশ বাংলায় যাবে। বাংলার সরকারকে আমরা আবেদন জানাব যে অভিযুক্তকে যেন অসম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাংলার সরকার কতটা সহযোগিতা করবে, সেটা তো সময় বলবে।”
শুধু অসম নয়। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় ওয়াজাহাত খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। লালবাজার সূত্রে খবর, অভিযুক্ত পলাতক। এখন তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, সেটাই দেখার।

