AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaustav-Suvendu: শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে কৌস্তভ? একইসঙ্গে মিছিলে হাঁটতেই বাড়ছে জল্পনা

Kaustav-Suvendu: ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ২৮ অগস্ট মহাজাতি সদনে ব্য়াপক ঝামেলা হয়। এসেছিলেন কানহাইয়া কুমার। ছিলেন প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরীরা। ডাক পাননি কৌস্তভ। তারপরেও তিনি গিয়েছিলেন। সেখানে তাঁর বিরুদ্ধে ঝামেলা করার অভিযোগ ওঠে। ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ কানহাইয়া।

Kaustav-Suvendu: শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে কৌস্তভ? একইসঙ্গে মিছিলে হাঁটতেই বাড়ছে জল্পনা
ক্রমেই বাড়ছে জল্পনা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 3:24 PM
Share

কলকাতা: বিজেপিতে যাচ্ছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী? গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের মিছিলে শুভেন্দু অধিকারীর সঙ্গে একইসঙ্গে হাঁটতেই সেই জল্পনা আরও তীব্র হল। প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের মঞ্চে তৃণমূলের সঙ্গে একসঙ্গে থাকা নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল। কংগ্রেসের অন্দরে লাগাতার সুর চড়িয়েছেন। সোশ্য়াল মিডিয়াতেও করেছেন বিষোদগার। কিন্তু, তাঁর এই আচরণে যে দল ব্যবস্থা নিতে পারে সে ইঙ্গিত মিলেছিল। ইঙ্গিত দিয়েছিলেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যদিও তারপরেও ডোন্ট কেয়ার মনোভাবই দেখা গিয়েছিল কৌস্তভের মধ্যে। দলের লাইন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। সাফ বলেছিলেন, ‘তৃণমূল আমাদের চোখে চোর ছিল, থাকবে। বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে নরম অবস্থান মানবে না।’ 

এরইমধ্যে দলের অন্দরে কেউ কেউ বলতে থাকেন, কৌস্তভ নাকি বিজেপি যাওয়ার রাস্তা পাকা করছেন। সে কারণেই এসব করছেন। এরইমধ্যে এবার শুভেন্দুর সঙ্গে একই মিছিলে হাঁটা নিয়ে জোর শোরগোল রাজনৈতিক মহলে। তবে কী বিজেপিতে যোগদানের আর বিশেষ দেরি নেই? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।  

প্রসঙ্গত, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ২৮ অগস্ট মহাজাতি সদনে ব্য়াপক ঝামেলা হয়। এসেছিলেন কানহাইয়া কুমার। ছিলেন  প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরীরা। ডাক পাননি কৌস্তভ। তারপরেও তিনি গিয়েছিলেন। সেখানে তাঁর বিরুদ্ধে ঝামেলা করার অভিযোগ ওঠে। ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ কানহাইয়া। সাফ বলেন, “একে সরানোর দরকার রয়েছে।” যদিও এর কিছু সময়ের মধ্যেই দলের মুখপাত্র তালিকা থেকে বাদ যায় কৌস্তভের নাম। এরইমধ্যে কৌস্তভের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনার মধ্যে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করতে দেখা যায় কৌস্তভকে। এরইমধ্যে এবার একইসঙ্গে হাঁটলেন মিছিলে। যদিও কৌস্তভ বলছেন, “আমি ব্যক্তি কৌস্তভ বাগচী হিসাবে, আইনজীবী হিসাবে এখানে এসেছি। তাই এটা নিয়ে আলাদা করে জল্পনা করার কিছু নেই।” অন্যদিকে শুভেন্দু বলছেন, কে থাকবেন কে থাকছেন না সেটা তাঁর বিষয় নয়। তিনি মিছিলে এসেছেন বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে, বিজেপি নেতা হিসাবে নয়।