Koustav Bagchi: ‘একদিন সত্যিই ভারত কংগ্রেস-মুক্ত হয়ে যাবে’, ফের বিস্ফোরক কৌস্তভ

Koustav Bagchi: রবিবার চার রাজ্যের যে ভোটের ফল প্রকাশ হয়েছে। তার মধ্যে একমাত্র তেলঙ্গানাতেই জয়ী পেয়েছে কংগ্রেস। এই ফলাফল নিয়ে বিজেপি যখন উচ্ছ্বসিত, তখন সামাজিক মাধ্যমে কৌস্তভ লিখেছেন, সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আরও একবার কংগ্রেসকেই বার্তা দিলেন কৌস্তভ।

Koustav Bagchi: 'একদিন সত্যিই ভারত কংগ্রেস-মুক্ত হয়ে যাবে', ফের বিস্ফোরক কৌস্তভ
কৌস্তভ বাগচীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 6:24 PM

কলকাতা: মাসকয়েকের মধ্যেই বদলে গিয়েছে সব সমীকরণ। আর কোনও রাখঢাক ছাড়াই একেবারে প্রকাশ্যে চলে আসছে ভাঙনের ছবি। বাড়ছে দূরত্ব। লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর মুখে এবার ফের কংগ্রেসের প্রতি অসন্তোষ। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর কংগ্রেসের ব্যর্থতা নিয়ে যখন ফের একবার চর্চা শুরু হয়েছে, তখন ফের একবার কংগ্রেসকেই নিশানা করলেন কৌস্তভ। একদিন সত্যিই ভারত কংগ্রেস-মুক্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। রবিবার চার রাজ্যের যে ভোটের ফল প্রকাশ হয়েছে। তার মধ্যে একমাত্র তেলঙ্গানাতেই জয়ী হয়েছে কংগ্রেস।

এই ফলাফল নিয়ে বিজেপি যখন উচ্ছ্বসিত, তখন সামাজিক মাধ্যমে কৌস্তভ লিখেছেন, সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও বলেছেন, দুনিয়ার চোর-ডাকাতদের নিয়ে মঞ্চ আলো করে বসার ফল যা হওয়ার তাই হয়েছে। তাঁর কথায়, “পরজীবী হয়ে বাঁচার মানসিকতা না ছাড়তে পারলে, সত্যিই একদিন ভারত কংগ্রেস-মুক্ত হয়ে যাবে। তার জন্য বিজেপির চেয়ে আমাদের কৃতিত্ব অনেক বেশি থাকবে।” কংগ্রেস নেতার মুখে এমন মন্তব্য বুঝিয়ে দিচ্ছে, কংগ্রেসের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি।

সম্প্রতি মহুয়া মৈত্র ইস্যুতেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কড়া ভাষায় বার্তায় দিয়েছিলেন কৌস্তভ। মহুয়া-বিতর্কে এথিক্স কমিটি যে রিপোর্ট দিয়েছিল, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অধীর। মহুয়াকে হেনস্থা করা হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। কৌস্তভ বলেছিলেন, “এবার তো চোরকেও সাধু বলা হবে।” আর এবার সরাসরি কংগ্রেসকে পরজীবী বললেন তিনি।