Rahul Gandhi: বাংলায় নির্বাচনী প্রচার কবে শুরু করবেন রাহুল? ইঙ্গিত দিল কংগ্রেস, নির্বাচনে বড় দায়িত্ব পাচ্ছেন অধীরও
Rahul Gandhi and Adhir Chowdhury: গুলাম আহমেদ মীর বলেন, "গত ৬ মাস ধরে আমরা পশ্চিমবঙ্গে গ্রাউন্ড তৈরি করছি। বুথ লেভেল পর্যন্ত আমরা টিম তৈরি করছি। তারপর রাহুল গান্ধী এসে আমাদের কর্মীদের মাধ্যমে বাংলার মানুষকে তাঁর কথা পৌঁছে দেবেন। বাংলার ইস্যুগুলি নিয়ে নিজের বক্তব্য রাখবেন। তারপর ৬ মাস পর যখন ভোট হবে, তখন বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন।"

কলকাতা: আর মাস সাতেক পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। কী রণনীতি হবে কংগ্রেসের? আগের দুটি বিধানসভা নির্বাচনের মতো এবারও তারা বামেদের সঙ্গে আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করবে? নাকি একাই ২৯৪টি আসনে লড়াই করবে? এই নিয়ে জল্পনার মধ্যেই কংগ্রেস নেতৃত্ব জানাল, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতে বাংলায় নির্বাচনী প্রচার শুরু করতে পারেন। শুধু রাহুলের নির্বাচনী প্রচার শুরু হয়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও বাংলায় বিধানসভা নির্বাচনে বড় দায়িত্ব পেতে চলেছেন।
বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। তার ৩ দিন আগে ভোটগ্রহণ শেষ হবে। বিহারে নির্বাচনের পর বাংলায় রাহুল নির্বাচনী প্রচারে আসতে পারেন। বাংলায় রাহুলের নির্বাচনী প্রচারে আসা নিয়ে মুখ খুললেন বাংলায় এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। এই মুহূর্তে তিনি কলকাতায় রয়েছেন। বললেন, “আমরা জাতীয় দল। আর জাতীয় দলের কেন্দ্রীয় নেতৃত্ব তো ১০০ শতাংশ আসবেই। আর বাংলার সঙ্গে, এখানকার লোকের সঙ্গে ওঁর আরও বেশি সংযোগ রয়েছে। বিহারের নির্বাচন শেষ হওয়ার পরই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসবেন।”
এখানেই না থেমে মীর বলেন, “গত ৬ মাস ধরে আমরা পশ্চিমবঙ্গে গ্রাউন্ড তৈরি করছি। বুথ লেভেল পর্যন্ত আমরা টিম তৈরি করছি। তারপর রাহুল গান্ধী এসে আমাদের কর্মীদের মাধ্যমে বাংলার মানুষকে তাঁর কথা পৌঁছে দেবেন। বাংলার ইস্যুগুলি নিয়ে নিজের বক্তব্য রাখবেন। তারপর ৬ মাস পর যখন ভোট হবে, তখন বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন।”
কবে বাংলায় নির্বাচনী প্রচারে আসতে পারেন রাহুল? গুলাম আহমেদ মীর বলেন, “আমরা চেষ্টা করছি যাতে নতুন বছরের আগেই রাহুল গান্ধী বাংলায় আসেন। তবে তা নির্ভর করছে প্রদেশ কংগ্রেস কমিটির উপর। আগে দলের জেলা, ব্লক, বুথ কমিটিকে মজবুত করতে হবে। যাতে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা রাজ্যের প্রত্যেক প্রান্তে পৌঁছয়। নভেম্বরের মাঝামাঝি দলের এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ততদিনে বিহারেও নির্বাচন শেষ হয়ে যাবে। তখন অবশ্যই পশ্চিমবঙ্গে নজর দেবেন রাহুল গান্ধী।”
বাংলায় বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ভূমিকা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এই মুহূর্তে বিহারে কংগ্রেসের নির্বাচনী পর্যবেক্ষক হয়ে কাজ করছেন অধীর। বাংলায় বিধানসভা নির্বাচনেও বড় দায়িত্ব পেতে পারেন তিনি। বিহারে নির্বাচন শেষ হলে বাংলায় রাহুল-অধীরের যৌথ কর্মসূচি দেখা যেতে পারে। এই নিয়ে গুলাম আহমেদ মীর বলেন, “উনি বর্ষীয়ান নেতা। অনেক দায়িত্ব পালন করেছেন। উনি অনেক দায়িত্ব পালন করছিলেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে শুভঙ্কর সরকারকে বসানো হয়। তবে অধীর চৌধুরী এখনও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।”
