AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: সনিয়া-প্রিয়াঙ্কা মেসেজ করেছেন, খাড়্গের ফোন পাইনি, দাবি মমতার: সূত্র

CM Mamata Banerjee: এদিকে বিরোধী ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাচ্ছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। জল্পনা, তিনি হাত ধরতে চলেছে পদ্ম শিবিরের। তা নিয়ে তোলপাড় চলছেই রাজ্য-রাজনীতি। সেখানে তৃণমূলের একলা চলো নীতি যে কংগ্রেসকেও রীতিমতো চাপে রেখেছে তা ক্রমেই স্পষ্ট হচ্ছিল।

CM Mamata Banerjee: সনিয়া-প্রিয়াঙ্কা মেসেজ করেছেন, খাড়্গের ফোন পাইনি, দাবি মমতার: সূত্র
মমতাকে মেসেজ সনিয়ার Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 26, 2024 | 10:36 PM
Share

কলকাতা: আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছিলই। এরইমধ্যে বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা হচ্ছে না। এর জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে কাঠগড়ায় তুলেছে ঘাসফুল শিবির। এবার মেসেজ এল প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর তরফেও। শুক্রবার রাজভবনে এক অনুষ্ঠানে এসেছিলেন মমতা। সেখানেই ঘনিষ্ঠ মহলে তিনি বলেন, সনিয়ার পাশাপাশি মেসেজ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সূত্রের খবর, মমতার শারীরিক সুস্থতা নিয়ে খোঁজ নেন সনিয়া ও প্রিয়াঙ্কা। তবে আসন ভাগ নিয়ে কোনও কথা হয়নি। এমনকি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গেও তাঁর কোনও কথা হয়নি বলে এদিন ঘনিষ্ঠ মহলে জানান মুখ্যমন্ত্রী।   

বিরোধী ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাচ্ছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। জল্পনা, তিনি হাত ধরতে চলেছে পদ্ম শিবিরের। তা নিয়ে তোলপাড় চলছেই রাজ্য-রাজনীতি। সেখানে তৃণমূলের একলা চলো নীতি যে কংগ্রেসকেও রীতিমতো চাপে রেখেছে তা ক্রমেই স্পষ্ট হচ্ছিল। এরইমধ্যে কোচবিহারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে আবার বিক্ষোভও করে ফেলেছে তৃণমূল। বাংলায় যাত্রার সময় শিলিগুড়িতে রাহুল গান্ধীর সভার অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। এমতাবস্থায় বাংলায় ইন্ডিয়া জোটের আদৌও আর কোনও ভবিষ্যৎ আছে কি না সেই প্রশ্ন উঠে গিয়েছিল। এরমধ্যে সনিয়ার মেসেজে জট কাটল কি না সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের।

শুক্রবার রাজভবনে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ঘনিষ্ঠ মহলে সনিয়া ও প্রিয়াঙ্কার মেসেজের কথা জানান তিনি। দিন দুয়েক আগে বর্ধমান থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছিলেন মমতা। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চেয়েই মেসেজ করেন সনিয়া-প্রিয়াঙ্কা। আসন ভাগ নিয়ে কোনও কথা হয়নি। এদিন ঘনিষ্ঠ মহলে মমতা আরও জানান, তাঁকে ফোন করেননি খাড়্গে।