AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sagardighi Bye election: সাগরদিঘি উপনির্বাচনে জেলাশাসকের নিষ্ক্রিয়তার অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি অধীরের

Adhir Ranjan Chowdhury: সাগরদিঘি উপনির্বাচনে যাতে কংগ্রেস কর্মীরা নির্বিঘ্নে প্রচার সারতে পারেন এবং জেলাশাসক নির্বাচনী বিধি মেনে কাজ করেন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করেছেন।

Sagardighi Bye election: সাগরদিঘি উপনির্বাচনে জেলাশাসকের নিষ্ক্রিয়তার অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি অধীরের
অধীর চৌধুরী
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 7:24 AM
Share

সাগরদিঘি: সাগরদিঘি উপনির্বাচনে প্রচারে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে কংগ্রেস কর্মীদের। কিন্তু তা নিয়ে অভিযোগ জানানো যাচ্ছে না, সে জেলার নির্বাচনী আধিকারিক তথা মুর্শিদাবাদ জেলার জেলাশাসককে। তাঁর অফিসিয়াল নম্বরে কল করলেও তা তিনি ধরছেন না। এ রকম বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিষয়টি নিয়ে তিনি অভিযোগ জানালেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারকে। রবিবার এ নিয়ে তিনি চিঠি দিয়েছেন দেশের মুখ্য নির্বাচনী কমিশনারকে। সাগরদিঘি উপনির্বাচনে যাতে কংগ্রেস কর্মীরা নির্বিঘ্নে প্রচার সারতে পারেন এবং জেলাশাসক নির্বাচনী বিধি মেনে কাজ করেন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করেছেন। সেই চিঠিতে কংগ্রেসকর্মীদের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অধীর। পাশাপাশি সাগরদিঘি থানার অ্যাসিট্যান্ট সাব ইনস্পেক্টর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে দেওয়া চিঠিতে কংগ্রেস সাংসদ লিখেছেন, “মুর্শিদাবাদের জেলাশাসকের অনিয়মিত এবং অনুপযুক্ত আচরণ আপনার নজরে আনতে চাইছি। আমার অফিস থেকে তাঁর অফিসিয়াল মোবাইলে ফোন করলেও ধরছে না। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট এবং বহরমপুরের সাংসদ হিসাবে আমি জেলাশাসকের কাছে প্রচারে বেরনো কংগ্রস কর্মীদের নিগ্রহ এবং প্রচারে বাধা দেওয়ার অভিযোগ জানাতে চাই।” সেই চিঠি অধীর জানিয়েছেন, রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ শিকদিঘি বাসস্ট্যান্ডে প্রচারে বেরিয়ে নিগ্রহের শিকার হতে হয় কংগ্রেস কর্মীদের। নিগ্রহের শিকার হওয়া কংগ্রেস কর্মীদের নামও চিঠিতে উল্লেখ করেছেন কংগ্রেস সাংসদ।

মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া সেই চিঠি অধীর লিখেছেন, “সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ২৭ ফেব্রুয়ারি। মুর্শিদাবাদের জেলাশাসক সেই নির্বাচনের অফিসার ইন চার্জ। নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি আমার সঙ্গে কথা বলতে বাধ্য। বিশেষ করে যখন সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনায় বাধা পেতে হচ্ছে। কিন্তু তিনি নিজের দায়িত্ব পালন করছেন না। তাই আমি নিজে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তাও করা সম্ভব হচ্ছে না।” কংগ্রেস কর্মীদের আক্রান্ত হওয়া নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।