তৃণমূলের তরুণ প্রজন্মের অন্যতম প্রধান মুখ দেবাংশু। সংগঠনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে তাঁর। দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কও বরাবরই ভাল। যুব তৃণমূলের এই বদল প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলছেন, “এটি দলের সাংগঠনিক বিষয়। এই বিষয়ে আমি একেবারেই কিছু বলতে পারব না।” তবে দেবাংশু যে ভাল বক্তা, ভাল ছেলে এবং নতুন প্রজন্মের দলের অন্যতম সেরা সৈনিক, সেই কথাও লুকিয়ে রাখেননি কুণাল।
সাংবাদিক বৈঠকে কুণালের এই বক্তব্যের পর শোরগোল আরও বেড়েছে। আর এরই মধ্যে নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, “অকারণ বাড়তি জল্পনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।” আর এখান থেকেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি দেবাংশুর জন্য অন্য কোনও ব্যবস্থা করছে তৃণমূল? দলীয় সূত্র মারফত কিন্তু এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, দেবাংশু ভট্টাচার্যকে যুব সংগঠন থেকে এবার মূল সংগঠনে নিয়ে আসার চিন্তাভাবনা করছে ঘাসফুল শিবির। তবে যাই হোক না কেন, বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা থেকেই যাচ্ছে।