AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভেন্দু জিতেনের ইস্তফা, কালীঘাটে তড়িঘড়ি বৈঠক মমতার!

শুক্রবার তড়িঘড়ি কোর কমিটির বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু জিতেনের ইস্তফা, কালীঘাটে তড়িঘড়ি বৈঠক মমতার!
ফাইল চিত্র
| Updated on: Dec 18, 2020 | 12:16 AM
Share

কলকাতা: শুক্রবার তড়িঘড়ি কোর কমিটির বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকটি হবে কালীঘাটে। এই বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোরও। তৃণমূলের অভ্যন্তরে ক্রমেই বাড়ছে ‘বেসুরোদের’ সংখ্যা। গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিতে শুরু করেছেন দলের একাধিক সৈনিক। তার মধ্যেই প্রশান্ত কিশোরের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্ত্রিত্ব ছাড়ার পর বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নাম না করে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক কথা বলে পুরপ্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র তেওয়ারিও। তারপর দলত্যাগও করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোলের দাপুটে নেতা বলেছিলেন, “দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সব সরকারি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী। ‘বেসুরো’ শুনিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় ও বৈশালী ডালমিয়াকেও।

আরও পড়ুন: ‘শুভেন্দুর বিষয়ে সদর্থক ভূমিকা আশা করি’! মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দুর পথে যাওয়ার প্রবণতা রয়েছে তৃণমূলের একাধিক নেতার। এমতাবস্থায় একুশের ভোটে ক্রমশই বেগ পাচ্ছে তৃণমূল। তাই দলকে সামলাতে সুপ্রিমোর এই বৈঠক বলে ধারণা ওয়াকিবহাল মহলের।