Corona Cases Lockdown News: শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩১, মৃত্যু ১৪ জনের, দেড় শতাংশে নামল পজিটিভিটির হার

COVID-19 Daily Update: গত ২৪ ঘণ্টায় ৬২৪ জনের মৃত্যু হওয়ায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৪০৮-এ।

Corona Cases Lockdown News: শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩১, মৃত্যু ১৪ জনের, দেড় শতাংশে নামল পজিটিভিটির হার
শ্রীনগরে পথচলতি মানুষদেরও দেওয়া হচ্ছে ভ্যাকসিন। ছবি:PTI

| Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 15, 2021 | 12:20 AM

দেশে ফের কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। যা গতকালের তুলনায় ২৩ শতাংশ বেশি। অন্য়দিকে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৬২৪ জনের। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪-এ। এরমধ্যে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ কোটি ১ লক্ষ ৪ হাজার ৭২০। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৪০৮-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Jul 2021 09:10 PM (IST)

    শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩১, মৃত্যু ১৪ জনের, দেড় শতাংশে নামল পজিটিভিটির হার

    রাজ্যে সংক্রমণের গ্রাফে বড় পতন লক্ষ্য করা গেল বুধবার। নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও তদানুপাতিক হারে আক্রান্তের সংখ্যা বাড়েনি। মৃত্যুও কমেছে গতকালের তুলনায়। কিন্তু মৃত্যু এখনও শূন্যে নামছে না বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গে চিন্তায় রেখেছে দার্জিলিং। দক্ষিণবঙ্গে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেও গত ২৪ ঘণ্টায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনায়।

    রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা পজিটিভ ধরা পড়েছেন ৮৩১ জন। এই একই সময়ের মধ্যে ১ হাজার ১৬১ জন সুস্থ হয়েছেন। শেষ একদিনে রাজ্যে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১২ হাজার ৯৮৪। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৫৭১ টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। পজিটিভিটির হার নেমে এসেছে মাত্র ১.৫ শতাংশে।

    সবিস্তারে পড়ুন: শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩১, মৃত্যু ১৪ জনের, দেড় শতাংশে নামল পজিটিভিটির হার

  • 14 Jul 2021 10:03 AM (IST)

    কোভিডবিধি ভঙ্গে কড়া শাস্তি, বন্ধ হল দিল্লির ৩ বাজার

    আনলকের অন্যতম শর্তই ছিল কঠোরভাবে বিধিনিষেধ অনুসরণ। নিয়ম ভাঙলেই বন্ধ করে দেওয়া হবে দোকানপাট বা বাজার। তবে এটা কেবল খাতায় কলমে সতর্কতা নয়, সত্যিই করে দেখাল দিল্লি প্রশাসন। করোনা বিধি লঙ্ঘনের কারণে বন্ধ করা হল দিল্লির তিনটি বাজার। এর মধ্যে রয়েছে সিলামপুর মার্কেট, রানীবাগ মার্কেট এবং সুলতানপুরী সবজি মান্ডি। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এই সমস্ত বাজারগুলি বন্ধ করে দিয়েছে। প্রশাসনের তরফে পুলিশকেও কঠোরভাবে নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে। আদেশটি মানছেন না, এমন দোকানদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: উপচে পড়া ভিড় বাজারে, আনলকের শর্তভঙ্গে শাস্তিস্বরূপ বন্ধ রাজধানীর আরও ৩টি বাজার 

  • 14 Jul 2021 10:01 AM (IST)

    বাংলাদেশ, পাকিস্তান পেল মার্কিন টিকা সাহায্য, পিছিয়ে ভারত

    অপেক্ষা কেবল সবুজ সংকেতের, তারপরই ভারতে করোনা টিকা (COVID-19 Vaccine) পাঠাবে আমেরিকা (USA)। মঙ্গলবার এ কথাই জানালেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস (Ned Price)। তিনি জানান, আমেরিকার কাছ থেকে ভ্যাকসিন অনুদান গ্রহণ করতে যে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রয়োজন, তা এখনও শেষ করে উঠতে পারেনি ভারত। চাওয়া হয়েছে অতিরিক্ত কিছু সময়।

    বিস্তারিত পড়ুন: ‘অপেক্ষা কেবল সবুজ সংকেতের’, চেয়েও ভারতে ভ্যাকসিন পাঠাতে পারছে না আমেরিকা 

  • 14 Jul 2021 09:59 AM (IST)

    টিকার দুটি ডোজ় নিলেই প্রয়োজন নেই করোনা পরীক্ষার, নয়া নির্দেশ মুম্বইয়ে

    আর বাধ্যতামূলক থাকল না করোনার নেগেটিভ রিপোর্ট (COVID-19 negative Report)। যাদের ভ্যাকসিনের দুটি ডোজ়ই নেওয়া হয়ে গিয়েছে, তারা এ বার থেকে মুম্বই (Mumbai) গেলে আরটি-পিসিআর পরীক্ষার (RT-PCR Test) নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে না। মঙ্গলবারই রাজ্য় সরকারের তরফে এই ঘোষণা করা হয়।

    বিস্তারিত পড়ুন: মুম্বই যেতে আর লাগবে না করোনার নেগেটিভ রিপোর্ট, পূরণ করতে হবে শুধু এই শর্ত… 

  • 14 Jul 2021 09:57 AM (IST)

    কাপ্পা ভ্যারিয়েন্ট এ বার রাজস্থানেও, আক্রান্তের সংখ্যাও বেশি যোগীরাজ্যের তুলনায়

    উত্তর প্রদেশের পর এ বার রাজস্থান (Rajasthan)। দেশে ফের হদিস মিলল করোনার কাপ্পা ভ্যারিয়েন্টের (Kappa Variant of COVID-19)। মঙ্গলবার ১১টি নমুনায় কাপ্পা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মেলে বলে জানান রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা।

    বিস্তারিত পড়ুন: কাপ্পার থাবা এ বার রাজস্থানেও, ১১টি নমুনায় মিলল করোনার নয়া ভ্যারিয়েন্টের হদিস