AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal corona update: চতুর্থ থেকে একলাফে তৃতীয়, বাংলায় আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Corona Update:স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এ দফায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৩৮। সারা দেশে পাঁচ হাজারের দোরগোড়ায় আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে সারা দেশে সারা দেশে কেরল (১৪৮৭) দিল্লির (৫৬২)পর‌ই বাংলা (৫৩৮)।

West Bengal corona update: চতুর্থ থেকে একলাফে তৃতীয়, বাংলায় আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
ক্রমেই করোনা বাড়ছে বাংলায় Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Jun 05, 2025 | 1:03 PM
Share

কলকাতা: একটা করে দিন যাচ্ছে, আর করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত শতাধিক। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশোর বেশি। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছুঁইছুঁই।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এ দফায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৩৮। সারা দেশে পাঁচ হাজারের দোরগোড়ায় আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে সারা দেশে সারা দেশে কেরল (১৪৮৭) দিল্লির (৫৬২)পর‌ই বাংলা (৫৩৮)। দেশের মধ্যে কোভিড আক্রান্তের মানচিত্রে তৃতীয় স্থানে বাংলা। গতকালও কেরল, দিল্লি, মহারাষ্ট্র ছিল এই তালিকায়। আজ দেখা গেল আক্রান্তের নিরিখে কেরল, দিল্লি, পর পশ্চিমবঙ্গ রয়েছে।

এ দিকে, গোটা দেশে পাঁচ হাজারের দোরগোড়ায় আক্রান্তের সংখ্যা পৌঁছতেই সতর্কবিধি জারি করেছে কেন্দ্র। বাজার, ভিড় এলাকা থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ। শুধু তাই নয়, করমর্দন-কোলাকুলি না করার নির্দেশ। একই সঙ্গে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া হাত পরিষ্কার,চোখ, নাক, মুখ স্পর্শ করার আগে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ দিকে, এ রাজ্যের সরকারের তরফে গতকাল অর্থাৎ বুধবারও স্বাস্থ্য নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, জিনোম সিকোয়েন্সিং করতে হবে। স্কুল অফ ট্রপিক্যালে পাঠাতে হবে নমুনা পাঠাতে হবে। শ্বাসকষ্ট উপসর্গ থাকা রোগীদের নজরদারি করতে হবে। প্রয়োজনে টেস্ট করতে হবে। কো-মরবিটি যাঁদের রয়েছে তাঁদের দিকেও বিশেষ নজর দিতে হবে। ফিভার ক্লিনিকগুলির পরিকাঠামো মজবুত করতে হবে।