AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্যে দৈনিক সংক্রমণ রইল হাজারের নীচে, শেষ একদিনে ১৪ জেলায় মৃত্যু হয়নি, ভাবাচ্ছে উত্তর ২৪ পরগনা

Corona update: শুক্রবার রাজ্যে নতুন করে ৯৯০ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। একই সময়ের মধ্যে ৫১ হাজার ৩৬৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ১৫ হাজার ৬৯০। সুস্থতার হার বেড়ে ৯৭.৭৮ শতাংশ। পজিটিভিটির হার কমে হয়েছে ১.৯৩ শতাংশ। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়, চার জন।

রাজ্যে দৈনিক সংক্রমণ রইল হাজারের নীচে, শেষ একদিনে ১৪ জেলায় মৃত্যু হয়নি, ভাবাচ্ছে উত্তর ২৪ পরগনা
অলঙ্করণ: অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 11:45 PM
Share

কলকাতা: ফের একবার হাজারের নীচেই রইল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার রাজ্য সরকার প্রকাশিত হেলথ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৯০। তাছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১,৪২৪ জন। অন্যদিকে, আক্রান্তের বেশিরভাগ জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র নীচে নামলেও সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। তবে মোট ১৪ জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

শুক্রবার রাজ্যে নতুন করে ৯৯০ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। একই সময়ের মধ্যে ৫১ হাজার ৩৬৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ১৫ হাজার ৬৯০। সুস্থতার হার বেড়ে ৯৭.৭৮ শতাংশ। পজিটিভিটির হার কমে হয়েছে ১.৯৩ শতাংশ। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়, চার জন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

corona update

অলংকরণ: অভিজিৎ বিশ্বাস

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-৩।

বীরভূম– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-২।