রাজ্য জুড়ে করোনার বলি ১১, গত ২৪ ঘণ্টায় ১৫ জেলায় কারও মৃত্যু হয়নি, দেখে নিন আপনার জেলার হাল

Bengal Corona situation: দীর্ঘ কয়েক মাস বাদে শনিবার রাজ্যে করোনা বুলেটিনে দৈনিক মৃত্যুর সংখ্যা নেমেছিল ১০-এর নীচে। তবে রবিবার আবার ১১ জ নের মৃত্যু হল করোনায়। শেষ ২৪ ঘণ্টায় কলকাতা এবং হাওড়া জেলায় করোনায় প্রাণ গিয়েছে মোট ২ জনের। রাজ্যের ২৩ জেলার মধ্যে ১৫ টি জেলাই মৃত্যুহীন থেকেছে। একদিনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কলকাতাতেই।

রাজ্য জুড়ে করোনার বলি ১১, গত ২৪ ঘণ্টায় ১৫ জেলায় কারও মৃত্যু হয়নি, দেখে নিন আপনার জেলার হাল
ছবি-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2021 | 10:58 PM

কলকাতা: দীর্ঘ কয়েক মাস বাদে শনিবার রাজ্যে করোনা বুলেটিনে দৈনিক মৃত্যুর সংখ্যা নেমেছিল ১০-এর নীচে। তবে রবিবার আবার ১১ জ নের মৃত্যু হল করোনায়। শেষ ২৪ ঘণ্টায় কলকাতা এবং হাওড়া জেলায় করোনায় প্রাণ গিয়েছে মোট ২ জনের। রাজ্যের ২৩ জেলার মধ্যে ১৫ টি জেলাই মৃত্যুহীন থেকেছে। একদিনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কলকাতাতেই।

রবিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০১ জন করোনা আক্রান্ত হয়েছেন বাংলায়। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৩ হাজার ১১১। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৫ শতাংশ। গত একদিনে ৫১ হাজার ৩১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। মৃত্যু হার এখন ১.১৯ শতাংশ।

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-২।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৮জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

COVID third Wave