COVID19 Protocol: মাস্ক ছাড়াই লিট্টি-চোখা উৎসবে মত্ত তৃণমূল মেয়র পারিষদ, চোখের সামনে সব দেখেও ‘নীরব’ মেয়র!

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Jan 24, 2022 | 1:33 PM

Kolkata: বেহালা ১১৯ নম্বর ওয়ার্ডে মেয়র পারিষদ তারক সিংয়ের উদ্যোগে রবিবার চলছিল লিট্টি-চোখা উৎসব। সেই উৎসবে উপস্থিত ছিলেন প্রায় ৩০০ জনের বেশি মানুষ।

Follow Us

কলকাতা: চলছে লিট্টি-চোখা উৎসব। চারিদিকে গিজ গিজ করছে কালো মাথা। তারস্বরে মঞ্চে চলছে ফিল্মি গান। নীচে দাঁড়িয়ে রীতিমতো নাচ-গান করে আমোদ করছেন অনেকে। টাকাও ছড়াচ্ছেন কেউ কেউ। সবই রয়েছে। হুল্লোড়, আলো, দেদার হাসি, আহ্লাদ। নেই কেবল কোভিড বিধি (COVID19 Protocol)। আর অনুষ্ঠানে উপস্থিত খোদ তৃণমূল মেয়র পারিষদ, তৃণমূল কাউন্সিলর এমনকি মেয়র ফিরহাদ হাকিমও! এমনই চাঞ্চল্যকর ছবি বেহালার ১১৯ নম্বর ওয়ার্ডে।

ঠিক কী দেখা গিয়েছে ওই উৎসবে?

বেহালা ১১৯ নম্বর ওয়ার্ডে মেয়র পারিষদ তারক সিংয়ের উদ্যোগে রবিবার চলছিল লিট্টি-চোখা উৎসব। সেই উৎসবে উপস্থিত ছিলেন প্রায় ৩০০ জনের বেশি মানুষ। সামাজিক দূরত্ববধি তো দূর, অধিকাংশের মুখেই নেই মাস্ক। তারক সিং নিজেই মাস্ক ছাড়া  ঘুরছেন এমনকী সবাইকে উৎসাহ দিচ্ছেন। মঞ্চে চলছে দেদার হিন্দি গান। নীচে দাঁড়িয়ে নাচছেনও অনেকে। তাঁদের মধ্যে রয়েছেন খোদ তৃণমূলের বেশ কয়েকজন কর্তাব্যক্তিও। উপস্থিত তারক সিংয়ের ছেলে ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিং। এমনকী, নাচগানের সঙ্গে সঙ্গে টাকা ওড়ানোয় চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিমও।

যেখানে করোনার এমন লাগামছাড়া সংক্রমণে রাজ্যে কার্যত জারি বিধিনিষেধ। চলছে আংশিক লকডাউন। সেখানে কী করে এইভাবে জমায়েত করা যেতে পারে? কীভাবেই খোদ মেয়রের উপস্থিতিতে বিধিভঙ্গ হতে পারে?  অনুষ্ঠানে প্রায়  ৩০০ জনের জমায়েতের অনুমতিই বা দিল কে? উঠছে নানা প্রশ্ন। যদিও এসব নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন ফিরহাদ। তাঁকে প্রশ্ন  করা হলে, কোনও প্রতিক্রিয়া না দিয়েই বেড়িয়ে যান ফিরহাদ।

অন্যদিকে, তারক সিং বলেছেন, “আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি। সাধারণ মানুষের কথা ভেবেই এই অনুষ্ঠান করেছি। এখানে সবাই আসছে, যাচ্ছে, খাচ্ছে, চলে যাচ্ছে। কোভিড বিধি মেনেই সবটা হচ্ছে। কোনও অসুবিধার তো কিছু নেই।” কার্যত শাসক শিবিরের এমন গা-ছাড়া মনোভাব দেখে স্তম্ভিত সংশ্লিষ্ট মহল। সকলেই বলছেন, খোদ বিধায়কের সামনে কী করে এমন ঘটনা ঘটল? কী করেই বা মানা হল না কোভিড বিধি?

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮০ জন। একইসঙ্গে রাজ্যে পজিটিভিটি রেটও দশের নিচে নেমেছে। গত একদিনে পজিটিভিটি রেট ৯.৫৩ শতাংশ। স্বস্তির খবর কলকাতাবাসীর জন্যও। একদিনে হাজারের নিচে নেমেছে মহানগরের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ৯৭৩ জন। তবে সংক্রমণ কমলেও উদ্বেগ রয়েছে দৈনিক মৃত্যুতে।

রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে কলকাতায় ১০ জন রয়েছেন। এরপরই রয়েছে হাওড়া ও বীরভূম। গত ২৪ ঘণ্টায় ৬ জন করে মারা গিয়েছেন দুই জেলায়। উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৪১৮ জন। সুস্থতার হার ৯৩.৩৬ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ২১৪।

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: Kailash Vijayvargiya: করোনা আক্রান্ত কৈলাস, একান্তবাসেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক

কলকাতা: চলছে লিট্টি-চোখা উৎসব। চারিদিকে গিজ গিজ করছে কালো মাথা। তারস্বরে মঞ্চে চলছে ফিল্মি গান। নীচে দাঁড়িয়ে রীতিমতো নাচ-গান করে আমোদ করছেন অনেকে। টাকাও ছড়াচ্ছেন কেউ কেউ। সবই রয়েছে। হুল্লোড়, আলো, দেদার হাসি, আহ্লাদ। নেই কেবল কোভিড বিধি (COVID19 Protocol)। আর অনুষ্ঠানে উপস্থিত খোদ তৃণমূল মেয়র পারিষদ, তৃণমূল কাউন্সিলর এমনকি মেয়র ফিরহাদ হাকিমও! এমনই চাঞ্চল্যকর ছবি বেহালার ১১৯ নম্বর ওয়ার্ডে।

ঠিক কী দেখা গিয়েছে ওই উৎসবে?

বেহালা ১১৯ নম্বর ওয়ার্ডে মেয়র পারিষদ তারক সিংয়ের উদ্যোগে রবিবার চলছিল লিট্টি-চোখা উৎসব। সেই উৎসবে উপস্থিত ছিলেন প্রায় ৩০০ জনের বেশি মানুষ। সামাজিক দূরত্ববধি তো দূর, অধিকাংশের মুখেই নেই মাস্ক। তারক সিং নিজেই মাস্ক ছাড়া  ঘুরছেন এমনকী সবাইকে উৎসাহ দিচ্ছেন। মঞ্চে চলছে দেদার হিন্দি গান। নীচে দাঁড়িয়ে নাচছেনও অনেকে। তাঁদের মধ্যে রয়েছেন খোদ তৃণমূলের বেশ কয়েকজন কর্তাব্যক্তিও। উপস্থিত তারক সিংয়ের ছেলে ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিং। এমনকী, নাচগানের সঙ্গে সঙ্গে টাকা ওড়ানোয় চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিমও।

যেখানে করোনার এমন লাগামছাড়া সংক্রমণে রাজ্যে কার্যত জারি বিধিনিষেধ। চলছে আংশিক লকডাউন। সেখানে কী করে এইভাবে জমায়েত করা যেতে পারে? কীভাবেই খোদ মেয়রের উপস্থিতিতে বিধিভঙ্গ হতে পারে?  অনুষ্ঠানে প্রায়  ৩০০ জনের জমায়েতের অনুমতিই বা দিল কে? উঠছে নানা প্রশ্ন। যদিও এসব নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন ফিরহাদ। তাঁকে প্রশ্ন  করা হলে, কোনও প্রতিক্রিয়া না দিয়েই বেড়িয়ে যান ফিরহাদ।

অন্যদিকে, তারক সিং বলেছেন, “আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি। সাধারণ মানুষের কথা ভেবেই এই অনুষ্ঠান করেছি। এখানে সবাই আসছে, যাচ্ছে, খাচ্ছে, চলে যাচ্ছে। কোভিড বিধি মেনেই সবটা হচ্ছে। কোনও অসুবিধার তো কিছু নেই।” কার্যত শাসক শিবিরের এমন গা-ছাড়া মনোভাব দেখে স্তম্ভিত সংশ্লিষ্ট মহল। সকলেই বলছেন, খোদ বিধায়কের সামনে কী করে এমন ঘটনা ঘটল? কী করেই বা মানা হল না কোভিড বিধি?

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮০ জন। একইসঙ্গে রাজ্যে পজিটিভিটি রেটও দশের নিচে নেমেছে। গত একদিনে পজিটিভিটি রেট ৯.৫৩ শতাংশ। স্বস্তির খবর কলকাতাবাসীর জন্যও। একদিনে হাজারের নিচে নেমেছে মহানগরের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ৯৭৩ জন। তবে সংক্রমণ কমলেও উদ্বেগ রয়েছে দৈনিক মৃত্যুতে।

রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে কলকাতায় ১০ জন রয়েছেন। এরপরই রয়েছে হাওড়া ও বীরভূম। গত ২৪ ঘণ্টায় ৬ জন করে মারা গিয়েছেন দুই জেলায়। উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৪১৮ জন। সুস্থতার হার ৯৩.৩৬ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ২১৪।

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: Kailash Vijayvargiya: করোনা আক্রান্ত কৈলাস, একান্তবাসেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Next Article