Kailash Vijayvargiya: করোনা আক্রান্ত কৈলাস, একান্তবাসেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক

COVID19: বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে যদিও সম্প্রতি বিশেষ রাজনীতির ময়দানে দেখা যায়নি। বঙ্গে পুরভোটের প্রচারে বা উপনির্বাচনেও দেখা মেলেনি কৈলাসের

Kailash Vijayvargiya: করোনা আক্রান্ত কৈলাস, একান্তবাসেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক
করোনা আক্রান্ত কৈলাস, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2022 | 2:52 PM

কলকাতা: করোনা আক্রান্ত কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। টুইট করে নিজেই জানিয়েছেন সে কথা। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইটে লিখেছেন, কিছু উপসর্গ লক্ষ্য করেই করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসে। আপাতত একান্তবাসেই রয়েছেন বিজেপি নেতা।

টুইট করে বিজেপি নেতা জানিয়েছেন, তাঁর জ্বর ও অন্যান্য মৃদু উপসর্গ রয়েছে। গত কয়েকদিনে যাঁরা তাঁর কাছাকাছি এসেছেন তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছেন  কৈলাস। পাশাপাশি এও উল্লেখ করেছেন, আপাতত একান্তবাসেই রয়েছেন তিনি।

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে যদিও সম্প্রতি বিশেষ রাজনীতির ময়দানে দেখা যায়নি। বঙ্গে পুরভোটের প্রচারে বা উপনির্বাচনেও দেখা মেলেনি কৈলাসের। রাজনীতির কারবারিদের মতে, পশ্চিমবঙ্গের বাঙালি অবাঙালি বিজেপি নেতাদের কর্তৃত্ব যে ভালোভাবে নেয়নি তা ভোটের ফলে পরিষ্কার। কলকাতার পথ ভুলেছেন বছর খানেক আগেও শহরে ঘাঁটি গেড়ে থাকা কৈলাস।

তবে, কৈলাস একা নন, ওমিক্রনের দাপটে একের পর এক নেতৃত্ব করোনা আক্রান্ত হয়েছেন। সদ্যই করোনামুক্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। করোনা জয় করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। এছাড়াও একাধিক নেতৃত্ব করোনা আক্রান্ত হয়েছেন।

বাংলাতে যদিও কিছুটা স্বস্তি দিয়েছে কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮০ জন। একইসঙ্গে রাজ্যে পজিটিভিটি রেটও দশের নিচে নেমেছে। গত একদিনে পজিটিভিটি রেট ৯.৫৩ শতাংশ। স্বস্তির খবর কলকাতাবাসীর জন্যও। একদিনে হাজারের নিচে নেমেছে মহানগরের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ৯৭৩ জন। তবে সংক্রমণ কমলেও উদ্বেগ রয়েছে দৈনিক মৃত্যুতে।

রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে কলকাতায় ১০ জন রয়েছেন। এরপরই রয়েছে হাওড়া ও বীরভূম। গত ২৪ ঘণ্টায় ৬ জন করে মারা গিয়েছেন দুই জেলায়। উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৪১৮ জন। সুস্থতার হার ৯৩.৩৬ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ২১৪।

এদিকে, সোমবার সকালেই জানানো হয়, সংসদের ৮৭৫ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আগামী ৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সুরক্ষাবিধি মানতেই সংসদ চত্বরে মোট ২৮৪৭ জন কর্মীর করোনা পরীক্ষা করানো হয়। তাতেই ৮৭৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।

ধীরে ধীরে স্বস্তি মিলছে করোনা সংক্রমণে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন, যা গতকালের সংক্রমণের তুলনায় ৮ শতাংশ কম। তৃতীয় ঢেউয়ে উদ্বেগ আরও বাড়াচ্ছে করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ১০ হাজার পার করেছে। দেশের ২৯ রাজ্যে থাবা বসিয়েছে ওমিক্রন।

আরও পড়ুন: Dilip Ghosh on IAS Cadre Rules: ‘পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু একই ক্যারেক্টার…নিজেদের সবসময় আলাদা মনে করেন!’