CPIM: লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও নেবেন, মমতার বিরুদ্ধে ভোটও দেবেন: বৃন্দা কারাত
Lakshmir Bhandar: এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খুললেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতও। টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দুঁদে বাম নেত্রী বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রকল্প আছে। এটা আমাদের অধিকার। এটা আমরা মহিলা আন্দোলন থেকে দাবি করেছি।"
কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার। ভোট রাজনীতিতে যা তৃণমূলের অন্যতম বড় অস্ত্র। এবারও লোকসভা ভোটের প্রচার পর্বেও বিভিন্ন সভা-সমাবেশ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছে তৃণমূল নেতৃত্ব। আর এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খুললেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতও। টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দুঁদে বাম নেত্রী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রকল্প আছে। এটা আমাদের অধিকার। এটা আমরা মহিলা আন্দোলন থেকে দাবি করেছি।”
বৃন্দা কারাতের বক্তব্য, বেশিরভাগ মহিলারা যে কাজ করেন, সেটা বেতনহীন কাজ। বর্ষীয়ান বাম নেত্রীর কথায়, “মহিলাদের নামে জমি, এমন ঘটনা খুব কম। যদি কোনওদিন কোনও মহিলার স্বামী তাঁকে বাড়ি থেকে বের করে দেন… তাহলে তিনি কোথায় যাবেন? তাঁর কিছুই নেই। তাঁর যে এতদিনের বেতনহীন কাজ, তার ক্ষতিপূরণ কী আছে! সেই জন্য মহিলাদের স্বীকৃতি দেওয়া হয় সরকারের তরফে। এই টাকা কোথা থেকে আসছে? করের টাকা। কোনও সরকারের বাপের টাকা নয়।”
লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের অধিকার, সেকথা মানলেও, এর সঙ্গে দলীয় রাজনীতিকে গোলাতে নারাজ বৃন্দা কারাত। তাঁর বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের সঙ্গে এর কোনও যোগ আছে না কি! এটা করের টাকা। মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটও দেবেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও নেবেন।’ লক্ষ্মীর ভাণ্ডারের সমতুল্য প্রকল্প যে অন্যান্য রাজ্যগুলিতেও রয়েছে, সেকথাও মনে করিয়ে দেন তিনি।