
কলকাতা: বেলাইন হয়ে গিয়েছে বাম-আইএসএফ (Left-ISF) ‘সমঝোতা এক্সপ্রেস’। নওশাদের ডায়মন্ড-হারবারে দাঁড়ানো নিয়ে জল্পনার মধ্যেই বৃহস্পতিবার আরও ৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল আইএসএফ (ISF)। তবে ডায়মন্ড হারবারে নওশাদকে টিকিট দেওয়া হয়নি। লড়ছেন মজনু লস্কর। হেভিওয়েট যাদবপুর, ডায়মন্ড-হারবারের পাশাপাশি বালুরঘাট, উলুবেড়িয়া, ব্যারাকপুরেও প্রার্থী দেয় আইএসএফ। এবার বামেরাও আরও ৫ আসনে প্রার্থী দিয়ে দিল। ব্যারাকপুর দাঁড়াচ্ছেন দেবদূত ঘোষ। দেবদূত আগের বিধানসভা নির্বাচনেও টালিগঞ্জ থেকে লড়েছিলেন বামেদের টিকিটে। কিন্তু, হারতে হয়েছিল।অন্যদিকে বারাসতে বামফ্রন্টের প্রার্থী প্রবীর ঘোষ।
বসিরহাটে লড়ছেন নিরাপদ সর্দার। এই নিরাপদ আবার সন্দেশখালির প্রাক্তন বিধায়ক। এই বসিরহাটে বড় চমক দিয়েছে বিজেপি। বিজেপির টিকিটে লড়ছেন সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র। তৃণমূলের টিকিটে লড়ছেন হাজি নুরুল। এবারে লোকসভা ভোটে গোটা দেশের নজর যে এই সন্দেশখালিতে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।
ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন বামেদের হয়ে দাঁড়াচ্ছেন প্রতীক উর রহমান। প্রতীক উর এসএফআই-র প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি যে ডায়মন্ড হারবারে দাঁড়চ্ছেন সে ইঙ্গিত আগেই মিলেছিল। কিন্তু, বামেরা অপেক্ষা করছিল আইএসএফের জন্য। শেষ পর্যন্ত সেখানে প্রার্থী দিয়েছে আইএসএফ। এবার প্রার্থী দিল বামেরাও। একুশের বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে লড়েছিলেন প্রতীক উর রহমান। কিন্তু হারতে হয়েছিল তাঁকেও।
ঘাটালে দাঁড়াচ্ছেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। এদিকে আসন সমঝোতা ভেস্তে যাওয়ার পিছনে একদিন আগে নওশাদ আঙুল তুলেছিলেন বামেদের দিকে। এদিন সাংবাদিক বৈঠকে পাল্টা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সাফ বললেন, আইএসএফ-কে অনেকবার ডাকা হলেও তারা বৈঠকে আসেনি। প্রার্থী দিতে এত দেরি হওয়ার পিছনে আসন সমঝোতার কথাই বারবার গিয়েছে বিমানের মুখে। তবে এদিন এসইউসিআই, লিবারেশনের কথাও শোনা যায় বামেদের মুখে। বিমান বলেন, “আমরা সকলের সঙ্গে কথা বলেছি। তাই দেরি। আমরা এসইউসিআই-র সঙ্গে কথা বলি। কিন্তু তারা ভোটের লড়াইয়ে বামেদের সঙ্গে যাবে না। সিপিআইএমএল বলেছে তারা যে আসনে প্রার্থী দেবে বাকি গুলো আমাদের।” বামেরা মোট ৩০ আসনে লড়বে। এখনও পর্যন্ত জয়নগর আর মথুরাপুর প্রার্থী ঘোষণা করতে বাকি রয়েছে। ১২ আসন বামেদের সমর্থনে কংগ্রেসে।