Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: বড় বিপদের মুখে সৌরভ গাঙ্গুলি, থানায় অভিযোগ দায়ের

Sourav Ganguly: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তিনি। বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে থেকেছেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব এখনও সামলান মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ভিভিআইপির ফোন 'মিসিং' নিয়ে চর্চা শুরু হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর, নথি রয়েছে।

Sourav Ganguly: বড় বিপদের মুখে সৌরভ গাঙ্গুলি, থানায় অভিযোগ দায়ের
সৌরভ গঙ্গোপাধ্যায়। Image Credit source: BCCI File Photo
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2024 | 8:11 PM

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মোবাইল ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রের খবর। সেই মোবাইল ফোনটি বেহালার বাড়ি থেকেই পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মোবাইল না পাওয়ার ফলে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই মোবাইল ফোনটি কোনওভাবে হারিয়ে গেল নাকি খোয়া গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তিনি। বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে থেকেছেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব এখনও সামলান মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ভিভিআইপির ফোন ‘মিসিং’ নিয়ে চর্চা শুরু হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর, নথি রয়েছে। শুধু তাই নয়, সূত্রের খবর, ব্যাঙ্কেরও একাধিক গুরুত্বপূর্ণ নথি রয়েছে সেখানে। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও এই ফোনটি সৌরভ ব্যবহার করে থাকলে, সে দিকও উদ্বেগের।

ঠাকুরপুকুর থানায় দায়ের হওয়া অভিযোগে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, গত ১৯ জানুয়ারি ২/৬ বীরেন রায় রোড ইস্টের বাড়িতে তিনি তাঁর ফোনটি শেষবার দেখেছেন। সেদিন সকাল সাড়ে ১১টার পর থেকে আর ফোনটি দেখতে পাননি। বহু জায়গায় খোঁজ করলেও তা পাননি। সৌরভ লিখেছেন, ‘ফোনটি হারিয়ে খুবই উদ্বেগে আছি। স্পর্শকাতর ব্যক্তিগত নথি রয়েছে সেখানে। বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে।’