AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CRPF at ED raid: সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে ‘ফুল’ রণসজ্জায় সুজিত-তাপসদের বাড়িতে CRPF

CRPF at ED raid: সূত্রের খবর, কোনও লিখিত নির্দেশ এখনও দেওয়া হয়নি জওয়ানদের। তারপরও অভিযানে নিজেরাই আরও সতর্ক হয়েছে সিআরপিএফ। জানা গিয়েছে, বাহিনীকে মৌখিকভাবে বলা হয়েছে, অভিযানে গেলে হেলমেট ব্যবহার করতে হবে।

CRPF at ED raid: সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে ‘ফুল’ রণসজ্জায় সুজিত-তাপসদের বাড়িতে CRPF
সিআরপিএফImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 11:20 AM
Share

কলকাতা : সন্দেশখালিতে নজিরবিহীনভাবে আক্রমণ করা হয়েছিল ইডি ও সিআরপিএফ-কে। হাতে অস্ত্র থাকা সত্ত্বেও কার্যত এলাকা ছাড়তে হয়েছিল সিআরপিএফ জওয়ানদের। ইডি অফিসারদেরও সুরক্ষা দেওয়া সম্ভব হয়নি।  ঘটনার পর সাত দিন কেটেছে। এবার কার্যত বদলে গেল সিআরপিএফ-এর সাজসজ্জা। শুক্রবার সকাল থেকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে যে অভিযান চলছে, তাতে অতিরিক্ত সুরক্ষা নিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। শুধুমাত্র হাতে অস্ত্র থাকাই যথেষ্ট বলে মনে করছে না তারা, সেই সঙ্গে জওয়ানদের মাথায় রয়েছে হেলমেট, হাতে থাকছে ঢাল। এমনকী টিয়ার গ্যাস পর্যন্ত সঙ্গে রেখেছে সিআরপিএফ।

সুজিত বসু, তাপস রায় ও সুবোধ চক্রবর্তীর বাড়িতে চলছে ইডি তল্লাশি। তিন জায়গাতেই বিশাল বাহিনী মোতায়েন করা রয়েছে। গত সপ্তাহে শুক্রবার সন্দেশখালিতে প্রায় হাজারের বেশি মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে পড়লে, সেই পরিস্থিতি সামাল দিতে পারেনি সিআরপিএফ। এরপরই বাড়ানো হয়েছে সুরক্ষা।

সূত্রের খবর, কোনও লিখিত নির্দেশ এখনও দেওয়া হয়নি জওয়ানদের। তারপরও অভিযানে নিজেরাই আরও সতর্ক হয়েছে সিআরপিএফ। জানা গিয়েছে, বাহিনীকে মৌখিকভাবে বলা হয়েছে, অভিযানে গেলে হেলমেট ব্যবহার করতে হবে। হাতে রাখতে হবে লাঠি। প্রয়োজনে ঢাল সঙ্গে নিয়েই পাহারা দিতে হবে।

এসব জিনিস সঙ্গে থাকলেও আগে ব্যবহারের প্রয়োজন পড়ত না। বাহিনীর উপস্থিতিই যথেষ্ট ছিল। কিন্তু সন্দেশখালি শিক্ষা দিয়েছে বলেই এই সিদ্ধান্ত? ছবি দেখে মনে হচ্ছে কাশ্মীরে যেন জঙ্গিদমন অভিযানে নেমেছে বাহিনী। সুজিত বসু রাজ্যের মন্ত্রী, বিধায়ক তাপস রায়ের পরিচিতিও কম নয়। তাই তাঁদের বাড়িতে তল্লাশি চালানোর সময় প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে। বাড়ির চারপাশ ঘিরে ফেলা হয়েছে। কাউকে আশপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।