AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার দৈনিক সংক্রমণ কমলেও চিন্তামুক্ত হতে পারছে না স্বাস্থ্যভবন

সোমবার নমুনা পরীক্ষার সংখ্যা কমে হয়েছে ১৮ হাজার ১১৬। তার মধ্যে ৬৩৯ জন করোনা পজিটিভ ধরা পড়েছেন। বর্তমানে নমুনা পরীক্ষার মধ্যে পজিটিভে হার ৬.৪১ শতাংশ।

করোনার দৈনিক সংক্রমণ কমলেও চিন্তামুক্ত হতে পারছে না স্বাস্থ্যভবন
ফাইল ছবি
| Updated on: Mar 29, 2021 | 9:52 PM
Share

কলকাতা: রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণের উর্ধ্বমুখী হার ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যভবনের। সোমবার যদিও আক্রান্তের সংখ্যা কিছুটা কম। কিন্তু দুশ্চিন্তা কমছে না। কেননা দোলযাত্রার কারণে রবিবার পরীক্ষাও হয়েছে অনেক কম। এ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৩৯ বলে জানানো হয়েছে স্বাস্থ্যভবনের মেডিক্যাল বুলেটিনে। নতুন করে করোনার জেরে মৃত্যু হয়েছে আরও একজনের।

রবিবারের বুলেটিনে নমুনা পরীক্ষার সংখ্যা ছিল প্রায় সাড়ে ২৬ হাজার। ফলে আক্রান্তের সংখ্যাটা ছিল ৮২৭। সোমবার নমুনা পরীক্ষার সংখ্যা কমে হয়েছে ১৮ হাজার ১১৬। তার মধ্যে ৬৩৯ জন করোনা পজিটিভ ধরা পড়েছেন। বর্তমানে নমুনা পরীক্ষার মধ্যে পজিটিভে হার ৬.৪১ শতাংশ।

আক্রান্তের সংখ্যার নিরিখে যথারীতি শীর্ষে রয়েছে কলকাতা। নতুন করে ২২৫ জন আক্রান্ত হয়েছেন কলকাতায়। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১৬১। তৃতীয় স্থানেই রয়েছে হাওড়া। দৈনিক আক্রান্তের সংখ্যা সেখানে সোমবার ৫০ ছুঁয়েছে। গত মার্চ মাস থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৯১ লক্ষ ১৩ হাজার ৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে পজিটিভ রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৫ হাজার ৩০৫।

আরও পড়ুন: নীরবতা ভাঙলেন বুদ্ধদেব, ভোট বাংলায় লিখিত বিবৃতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে সংক্রমণের হার উদ্বেগজনক হলেও এখনও তা সঙ্কটজনক অবস্থায় পৌঁছয়নি। কিন্তু অন্যান্য রাজ্যের ছবিটা ভয় বাড়াচ্ছে এ রাজ্যের স্বাস্থ্যকর্তাদের। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪০ হাজারের উপর। একদিনে মৃত্যু হয়েছে ১০৮ জনের। রাজধানী দিল্লির পরিস্থিতিও ভয়াবহ। সেখানে করোনা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত বেডের আকাল দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে অল্প সংখ্যক বেড ফাঁকা থাকলেও বেসরকারি হাসপাতালগুলিতে আইসিইউ বেড ফাঁকা নেই বললেই চলে। এই অবস্থায় ভোট চলাকালীন জনসাধারণের উদাসীনতা এ রাজ্যের কোভিড পরিস্থিতিও খারাপ দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যভবনের কর্তারা।

আরও পড়ুন: ঝলসে গিয়েছে মুখ, ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে বিজেপি কর্মীর দেহ