এখনও বাকি দ্বাদশের রিভিউ, বাড়ল কলেজে ভর্তির আবেদন জানানোর সময়সীমা

ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আরও অতিরিক্ত ৭ দিন সময় রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে মনে করছে শিক্ষামহল।

এখনও বাকি দ্বাদশের রিভিউ, বাড়ল কলেজে ভর্তির আবেদন জানানোর সময়সীমা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 6:22 PM

কলকাতা: ১ অক্টোবর থেকে কলেজে ক্লাস শুরুর করা নির্দেশিকা আগেই জারি করেছে ইউজিসি। এ রাজ্যে ভর্তির আবেদন করার জন্য আজ, অর্থাৎ ২০ অগস্ট শেষ দিন ছিল। তবে উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে শুক্রবারই কলেজে ভর্তির আবেদন জমা দেওয়ার সময়সীমা ৭ দিন বাড়ানো হল। আবেদন জমা দেওয়ার সময়সীমা ২০ থেকে বাড়িয়ে ২৭ অগস্ট করা হয়েছে বলে খবর সূত্রের। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আরও অতিরিক্ত ৭ দিন সময় রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে মনে করছে শিক্ষামহল।

তবে সূত্র এমনটাও জানাচ্ছে যে, দ্বাদশের ফলাফল রিভিউয়ের বেশ কিছু আবেদন এখনও সংসদে জমা রয়েছে। সেই কারণেও এই বর্ধিত সময় দেওয়া হয়ে থাকতে পারে যাতে কোনও ছাত্রছাত্রী কলেজে ভর্তির প্রক্রিয়া থেকে বঞ্চিত না হয়। যে রিভিউ সংক্রান্ত সমস্যা রয়েছে তা আলাপ আলোচনার মাধ্যমেই মিটে যাবে বলে মনে করছেন নব্য নিযুক্ত সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

তবে ভর্তির আবেদন জানানোর সময়সীমা বাড়ানোর বিষয়টি সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়নি। উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয় উপাচার্যদের হোয়াটসঅ্যাপ মারফত সময়সীমা বৃদ্ধির কথা জানিয়েছে বলে খবর। শীঘ্রই কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির পক্ষ থেকেও এই সংক্রান্ত নোটিস ইস্যু করা হবে।

আগামী ১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে কলেজে। তার আগে ৩১ অগস্টের মধ্যেই মেধাতালিকা প্রকাশ করে দিতে হবে বলেও কলেজগুলিকে ইতিমধ্যেই জানিয়েছে উচ্চশিক্ষা দফতর। যাতে সেপ্টেম্বর মাসের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে নেওয়া যায়। ৩০ সেপ্টেম্বের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ এসেছে ইউজিসি-র থেকে। সেই মতোই রাজ্যও একই নির্দেশ দিয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে। আরও পড়ুন: প্রাথমিকের নিয়োগ নিয়ে ফের জট! মামলা দায়ের কলকাতা হাইকোর্টে