রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ‘উদ্বিগ্ন’ রাজ্যপাল সকাল সকাল চাণক্য-কবিগুরুর শরণে

জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) দাবি, রাজ্যে আইনশৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি তাতে মদত রয়েছে রাজ্য সরকারের।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে 'উদ্বিগ্ন' রাজ্যপাল সকাল সকাল চাণক্য-কবিগুরুর শরণে
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 12, 2021 | 8:41 AM

কলকাতা: টুইটে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ও পুলিশকে তোপ রাজ্যপালের। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীকে গণতন্ত্রের পাঠ পড়াতে এবার চাণক্য, রবীন্দ্রনাথের শরণে তিনি। জগদীপ ধনখড়ের দাবি, রাজ্যে আইনশৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি তাতে মদত রয়েছে রাজ্য সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা, কোনও ব্যবস্থা না নেওয়া ও পুলিশের ভূমিকাই তার প্রমাণ বলে দাবি করেন রাজ্যপাল।

শুক্রবার টুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড় লিখেছিলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মুখে। ভোট পরবর্তী হিংসায় মদত রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকা তারই প্রমাণ।’ শনিবার সাত সকালে চাণক্য-রবীন্দ্রনাথকে স্মরণ করে রাজ্যপাল লেখেন, ভয়কে জয় করার মন্ত্র শিখিয়েছিলেন চাণক্য। কবিগুরু শিখিয়েছিলেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির’। ভয়ের আবহে গণতন্ত্র কখনওই টিকে থাকতে পারে না।

আরও পড়ুন: বর্ষার প্রবেশ দক্ষিণবঙ্গেও, আজ থেকেই কি জল থইথই কলকাতা? পূর্বাভাস শুনিয়ে দিল হাওয়া অফিস

যদিও জগদীপ ধনখড়ের এই টুইটবাণকে খুব একটা আমল দিতে চান না তৃণমূলের নেতারা। তাঁদের দাবি, রাজ্যপালকে টুইট করার জন্যই বিজেপি এ রাজ্যে রেখে দিয়েছে। সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, সাংবিধানিক পদের মর্যাদা লঙ্ঘণ করে রাজভবনকে দিল্লির শাসকদল অ্যাজেন্ডা পূরণের জন্য ব্যবহার করছে। ভোটে বিজেপির পতনে রাজ্যপাল হতাশায় ভুগছেন। তাই তাঁর এরকম বক্তব্য। অন্যদিকে বিজেপির দাবি, সংবিধান অনুযায়ী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলার সবরকম অধিকার রাজ্যপালের আছে।