AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Khadya Bhavan: নিয়োগের দাবি তুলে খাদ্যভবনের সামনে ফুড ইন্সপেক্টর পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

Khadya Bhavan: বৃহস্পতিবার দুপুর থেকে আন্দোলনে সামিল হন চাকরি প্রার্থীরা। ফুড সাব ইন্সপেক্টর পদে দ্রুত নিয়োগের দাবিতে সরব হয়েছেন তাঁরা।

Khadya Bhavan: নিয়োগের দাবি তুলে খাদ্যভবনের সামনে ফুড ইন্সপেক্টর পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
খাদ্যশ্রী ভবনের সামনে বিক্ষোভ (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Nov 03, 2022 | 2:24 PM
Share

কলকাতা: নিয়োগ নিয়ে ফের বিক্ষোভ। ২০১৮ ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ। খাদ্যশ্রী ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা।

বৃহস্পতিবার দুপুর থেকে আন্দোলনে সামিল হন চাকরি প্রার্থীরা। ফুড সাব ইন্সপেক্টর পদে দ্রুত নিয়োগের দাবিতে সরব হয়েছেন তাঁরা। এক আন্দোলনকারী বলেন, ‘আমরা দুবছর ধরে বঞ্চিত হয়ে রয়েছি। আজকে আমাদের প্যানেলে কোনও স্টে নেই। তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না। সেই কারণেই আমাদের বিক্ষোভ। যতক্ষণ না নিয়োগ করা হচ্ছে আমরা উঠব না। আমরা একাধিকবার অনেক মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। প্রত্যেক জেলার বিধায়কদের সঙ্গেও দেখা করেছি। তবুও আমাদের বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। খাদ্য দফতরের আধিকারিদের শিখিয়ে দেওয়া হচ্ছে যাতে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। আর ওনারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের।’ আর এক বিক্ষোভকারী বলেন, ‘আজকে সেক্রেটারির সঙ্গে কথা বালার ছিল আমাদের। জিজ্ঞাসা করব আইনী জটিলতা না থাকার পরও কেন আমাদের নিয়োগ হচ্ছে না। একাধিকবার আমরা খাদ্য দফতরের জয়েন্ট সেক্রেটারি, খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। হাইকোর্টের যে সমস্ত কেস ছিল সেই কেসের কোনও স্টে অর্ডার নেই। তারপরও কেন নিয়োগ হচ্ছে না আমাদের।’ আর এক আন্দোলনকারী বলেন, ‘আমরা বিক্ষোভ করছি। যতক্ষণ না পর্যন্ত ৯৫৭ জনের নিয়োগ হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা উঠব না।’

উল্লেখ্য, ফুড ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর প্যানেল প্রকাশ হয়। তাতে ৯৫৭ জনের নাম ছিল। ১০০ জন চাকরি পেলেও নিয়োগে স্বচ্ছতা নেই অভিযোগ তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে।

সেই সময় হাইকোর্ট নির্দেশ দেয়, ৯ এপ্রিলের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তারপরেও নিয়োগ হয়নি, অভিযোগ প্রার্থীদের।