আদিগঙ্গা সাঁতরে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে শিক্ষামিত্র-মাদ্রাসা শিক্ষকরা
আদি গঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন পার্শ্বশিক্ষকরা।
বেনজির প্রতিবাদ শিক্ষামিত্র ও অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষকদের। আদি গঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন তাঁরা। ভাতার দাবি-সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার সকালে এমনই অভূতপূর্ব প্রতিবাদের ছবি দেখল কলকাতা। যদিও পরে পুলিশের ‘কাতর আর্তি’তে উঠে আসেন প্রতিবাদীরা। তবে এ জল যে বহু দূর গড়াবে, হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিকে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী।
Published on: Feb 16, 2021 12:16 PM