AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Market: ‘বন্ধ’ করা হল নিউ মার্কেট! দফায় দফায় উত্তেজনায় ধুন্ধুমার ধর্মতলা

Dharmatala: অভিযোগ, স্থায়ী ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছেন হকার পক্ষের কয়েকজন। সেই ঘটনার প্রতিবাদেই রাস্তায় নেমে বিক্ষোভ নিউ মার্কেটের স্থায়ী ব্যবসায়ীদের। ঘটনার জেরে শনিবার বিকেলে নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

New Market: 'বন্ধ' করা হল নিউ মার্কেট! দফায় দফায় উত্তেজনায় ধুন্ধুমার ধর্মতলা
নিুউ মার্কেট চত্বরে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 29, 2024 | 3:53 PM
Share

কলকাতা: শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। আর সেই ধর্মতলাতেই ব্যবসায়ীদের সঙ্গে হকাদের ঝামেলা ঘিরে তুলকালাম পরিস্থিতি। জানা যাচ্ছে, নিউ মার্কেট চত্বরে স্থায়ী ব্যবসায়ী ও হকারদের মধ্যে দ্বন্দ্ব ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলা চত্বরে। অভিযোগ, স্থায়ী ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছেন হকার পক্ষের কয়েকজন। সেই ঘটনার প্রতিবাদেই রাস্তায় নেমে বিক্ষোভ নিউ মার্কেটের স্থায়ী ব্যবসায়ীদের। ঘটনার জেরে শনিবার বিকেলে নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

 

নিউ মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, অন্তত ৪০-৫০ জন আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের সবার হাতে রড ছিল বলে অভিযোগ। আচমকা এই হামলায় ব্যবসায়ী ইউনিয়নের একজন আহত হয়েছেন বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে স্থায়ী ব্যবসায়ীরা নিউ মার্কেট চত্বর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানাচ্ছেন তাঁরা।

এদিকে গোলমালের পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয়েছে পুলিশকেও। ডিসি ও অন্যান্য পদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তাঁরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা। তবে নিউ মার্কেট চত্বরের স্থায়ী ব্যবসায়ীদের দাবি একটাই। হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, অন্যথায় নিউ মার্কেট খোলা হবে না।

উল্লেখ্য, ধর্মতলার নিউ মার্কেট চত্বর শহরবাসীর তথা শহরতলির মানুষজনের কাছে অন্যতম পছন্দের কেনাকাটির জায়গা। এই চত্বরে যেমন প্রচুর স্থায়ী ব্যবসায়ী রয়েছেন, তেমনই প্রচুর হকারও বসেন রাস্তার উপর পসরা সাজিয়ে। শনিবার সকাল থেকে দফায় দফায় যেভাবে পরিস্থিতি এগিয়েছে, তাতে কার্যত এক অচলাবস্থা তৈরি হয়েছে নিউ মার্কেটে।