Dharmendra Pradhan: নিউ মার্কেটে খুঁটি পুজোয় অংশ নিলেন ধর্মেন্দ্র প্রধান, জনসংযোগের বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর
এই পুজো ৬৪ তম বর্ষে পদার্পণ করল। এই খুঁটি পুজোয় ধর্মেন্দ্র প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতা-নেত্রীরা।

কলকাতা: কলকাতায় এসে দুর্গাপুজোর খুঁটি পুজো করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিউ মার্কেট সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো সমিতির খুঁটি পুজো করেন তিনি। এ বছর এই পুজো ৬৪ তম বর্ষে পদার্পণ করল। এই খুঁটি পুজোয় ধর্মেন্দ্র প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতা-নেত্রীরা। খুঁটি পুজোর সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
নিউ মার্কেটে খুঁটি পুজোয় অংশ নেওয়ার পর ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “উৎসব আর জনসংযোগ- একে অপরের পরিপূরক। আর সেভাবেই এগোতে হবে। পাড়ায় পুজোয় অংশ নিন। ব্যানার লাগান। হোর্ডিং ব্যবহার করুন। মানুষের সঙ্গে মিশুন। সামনেই রাখি বন্ধন। সেখানে যত বেশি সম্ভব অংশ নিন। জন্মাষ্টমীর যে সব অনুষ্ঠান হবে, সেখানেও থাকতে হবে। অংশ নিতে হবে।” জনসংযোগের মাধ্যমে বুথ শক্তিশালীর করার বার্তাও দিয়েছেন তিনি।
#WATCH | Kolkata: Union Minister Dharmendra Pradhan performs Khuti Puja ahead of Sri Sri Sarbojanin Durga Puja at New Market Kolkata. pic.twitter.com/yJbSYKrCk3
— ANI (@ANI) August 20, 2023
দুর্গাপুজো বাঙালির সবথেকে বড় উৎসব। কলকাতায় মহা সমারোহে পালিত হয় এই পুজো। দুর্গাপুজোর প্যান্ডেল শুরুর আগে খুঁটি পুজো করা হয়। সে রকমই একটি খুঁটি পুজোয় অংশ নিলেন ধর্মেন্দ্র প্রধান।