কলকাতা: একুশের ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন একদল নেতা। কিন্তু ভোটের ফলাফলের পর তাঁদের অধিকাংশের রাজনৈতিক অবস্থান প্রশ্ন উঠেছে। কেউ সোশ্যাল মিডিয়া, কেউ সংবাদমাধ্যমের সামনে আলটপকা মন্তব্য করে অস্বস্তিতে ফেলছেন বঙ্গ বিজেপিকে (Bengal BJP)। এই নেতাদের ‘অন্য গাছের ছাল’ বলে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
২০২০ সালে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। একুশের ভোটে বিজেপির টিকিট ভোটে লড়ে হেরে যাওয়া সব্যসাচীর মুখে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোর সুনাম। বিধানসভা ভোটের বিজেপির ভরাডুবির কারণ হিসাবে কেন্দ্রীয় নেতাদের কাঠগোড়ায় তুলে সব্যসাচী বলেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও মুখ ছিল না তাঁদের। এই কারণেই বাংলায় বিজেপি হেরেছে।
অন্যদিকে ফের সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন তৃণমূলত্যাগী ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর বাজেটের সমালোচনায় যখন মুখর হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখন রাজীবের ফেসবুকে বিস্ফোরক পোস্ট, ‘যাঁকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ ২১৩টি আসনে তাঁর প্রার্থীদের ভোট দিয়েছেন সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুদর্শা হ্রাস করা জন্য পেট্রল-ডিজেলের দাম কমানোটাই মূল লক্ষ্য হওয়া উচিৎ।’
অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকেও নিয়ে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। এবার নাম না করে তৃণমূলত্যাগী এই বিজেপি নেতাদের তীব্রভাবে বিঁধলেন স্বয়ং দলের রাজ্য সভাপতি।
এদিন দলে শুভেন্দু অধিকারীর উত্থান প্রসঙ্গে দিলীপ বলেন, বিজেপিতে যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দেওয়া হয়। তবে এর পর নাম না করে রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তদের অন্য গাছের ছাল বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন না…’ সৌমিত্রের পর শুভেন্দুকে তোপ রাজীবের
আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ এও জানান, এঁদের অবস্থান নিয়ে দল ভাবিত নয়, এঁদের জন্যও দলের কোনও ক্ষতিও হবে না। এর আগে সৌমিত্র ও রাজীবকে তীব্র ভাষায় বিঁধেছিলেন তিনি। তবে শুক্রবার আক্রমণের সুর আরও চড়া করলেন দিলীপ। এখন দেখার এ নিয়ে রাজীব-সব্যসাচীরা কোনও প্রতিক্রিয়া দেন কিনা।
আরও পড়ুন: ‘সৌরভ রাজ্যসভার সাংসদ হলে ভাল কথা,’ মমতা-মহারাজ সাক্ষাৎ নিয়ে মন্তব্য দিলীপের