AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন না…’ সৌমিত্রের পর শুভেন্দুকে তোপ রাজীবের

Rajib Banerjee: বেশ কিছুদিন ধরেই বিদ্রোহের সুর রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায়। এ দিন শুভেন্দুকে আক্রমণ করেছেন আরও এক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

'মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন না...' সৌমিত্রের পর শুভেন্দুকে তোপ রাজীবের
ফাইল ছবি
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 7:15 PM
Share

কলকাতা: একদিকে যখন দিল্লিতে মন্ত্রিসভা সম্প্রসারণে সাজো সাজো রব। অন্যদিকে তখন বঙ্গ বিজেপির অন্দরে ক্ষোভের আগুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলছেন বিজেপি নেতা। ভোটের ফলাফলের পর থেকেই অনেক সমীকরণ বদদলাতে শুরু করেছিল। এরই মধ্যে শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিলেন বঙ্গ বিজেপির নেতারাই। বুধবারই ফেসবুক পোস্ট করে শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সৌমিত্র খাঁ। আর তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

এ দিন বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর বাজেটের সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। শুল্ক কেন কমানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। এরপরই ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেন সরাসরি বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি রাজীব লিখেছেন, ‘যাঁকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ ২১৩টি আসনে তাঁর প্রার্থীদের ভোট দিয়েছেন সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুদর্শা হ্রাস করা জন্য পেট্রল-ডিজেলের দাম কমানোটাই মূল লক্ষ্য হওয়া উচিৎ।’ শুধু তাই নয়, রান্নার গ্যাসের দাম কমানো উচিৎ বলেও দাবি রাজীবের। তাঁর এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা তথাগত রায় বলেন, ‘রজীবের মাথার ঠিক নেই।’

রাজীবের ফেসবুক পোস্ট

রাজীবকে নিয়ে রাজনৈতিক জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। কিছুদিন আগেই কুণাল ঘোষের বাড়িতেও গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর তৃণমূলে আসার ব্যাপারে মুখ খোলেন ঘাসফুল শিবির। কিছুদিন আগেই বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকেও আসেননি রাজীব। সশরীরে হাজির হননি। এমনকী ভার্চুয়ালি থাকার জন্য বিজেপি দফতর থেকে লিঙ্ক পাঠানো হলে, তাতেও সাড়া দিলেন না রাজীব। আর এই ঘটনায় আবারও জল্পনা শুরু হয় এই প্রাক্তন মন্ত্রীকে নিয়ে।

আরও পড়ুন: ‘ওঁ আমার ভাই, ওঁর বাড়িতে খাই’, সৌমিত্রর আক্রমণকে ‘সিরিয়াসলি’ নিলেন না শুভেন্দু

অন্যদিকে, মন্ত্রিত্ব না পাওয়ায় শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলেছেন সৌমিত্র। ফেসবুক লাইভে নাম না করে শুভেন্দুকে নিশানায় রেখে সৌমিত্র বলেন, ‘এখন যিনি নেতা হয়েছেন, তিনি পুরো ফোকাসটা নিজের দিকে নিয়ে চলে গিয়েছেন। বিজেপিতে এসেছি, কোনও লোভ নিয়ে আসিনি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে, তিনি বারবার দিল্লি গিয়ে নেতাদের ভুল বুঝিয়ে দেখাচ্ছেন যে তিনি বড় নেতা। তৃণমূলে থাকতেও তিনি দেখিয়েছিলেন তিনি বিরাট বড় নেতা।’