‘সৌরভ রাজ্যসভার সাংসদ হলে ভাল কথা,’ মমতা-মহারাজ সাক্ষাৎ নিয়ে মন্তব্য দিলীপের

Sourav Ganguly: 'যতই মুখ্যমন্ত্রী কেবলমাত্র শুভেচ্ছা বার্তা জানাতে সৌরভের বাড়িতে যান না কেন, আমরা জানি রাজনীতির বাইরে নেতা-নেত্রীরা এক পা-ও রাখতে পারেন না।'

'সৌরভ রাজ্যসভার সাংসদ হলে ভাল কথা,' মমতা-মহারাজ সাক্ষাৎ নিয়ে মন্তব্য দিলীপের
অলংকরণ: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 12:19 AM

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিনে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই সাক্ষাৎ-পর্ব নিয়েও রাজনীতি রয়েছে বলে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

শুক্রবার উত্তর ২৪ পরগনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপের মন্তব্য, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় যদি রাজ্যসভার সাংসদ হন, তাহলে আমাদের কোনও আপত্তি নেই।’ কিন্তু কেন এটা মনে করছেন দিলীপ? বিজেপির রাজ্য সভাপতির কথায়, ‘যতই মুখ্যমন্ত্রী কেবলমাত্র শুভেচ্ছা বার্তা জানাতে সৌরভের বাড়িতে যান না কেন, আমরা জানি রাজনীতির বাইরে নেতা-নেত্রীরা এক পা-ও রাখতে পারেন না। তবে আমাদের সৌরভকে নিয়ে কোনও আপত্তি নেই।’

একুশের ভোটের আগে সৌরভ গাঙ্গুলির রাজনীতিতে পদার্পণ নিয়ে জোর চর্চা শুরু হয়। বিজেপি সূত্রে এও ছডিয়ে পড়ে যে, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরা হবে সৌরভকে। এ সব নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সৌরভ। হার্টে ব্লকেজ ধরা পড়ে ৪৮ বছরের বিসিসিআই প্রেসিডেন্টের। এর পর অবশ্য সৌরভের বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার গুঞ্জন স্তিমিত হয়ে যায়।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর গালমন্দ, বাবুল হাঁফ ছেড়ে বেঁচেছেন…’, সোজাসাপটা দিলীপ 

একুশের ভোটে জিতে তৃতীয়বার বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মহারাজের জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বেশ খানিকক্ষণ সৌরভের পরিবারের সঙ্গে সময় কাটান মমতা। এই প্রেক্ষিতেই শুক্রবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “সৌরভ রাজ্যসভার সাংসদ হলে ভাল কথা। তবে রাজনীতির বাইরেও অনেক ব্যক্তি আছেন তাঁদেরও যেন মনে রাখা হয়।”