Dilip Ghosh: ‘কিনে নেওয়ার অভ্যাস আছে, সমস্যার গভীরে যান না’, মুখ্যমন্ত্রীর মালবাজার সফরকেও কটাক্ষ দিলীপের

Malbazar: নিত্যদিনের মতো সোমবারও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি নেতা। মুখ্যমন্ত্রীকে প্রথমে পরামর্শ দিয়ে দিলীপ ঘোষ জানান, 'উনি ক্ষতিপুরণ দিয়েছেন। আবার যাতে এরকম বিপর্যয় না হয়, সেটা দেখা ওনার কাজ।'

Dilip Ghosh: 'কিনে নেওয়ার অভ্যাস আছে, সমস্যার গভীরে যান না', মুখ্যমন্ত্রীর মালবাজার সফরকেও কটাক্ষ দিলীপের
দিলীপ ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 8:01 AM

কলকাতা: সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালবাজারে দশমীতে বিসর্জন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মৃতের পরিবার ও আহত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। এ দিকে, তাঁর এই সফরকে কটাক্ষ করেছেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

কী বললেন বিজেপি নেতা?

নিত্যদিনের মতো সোমবারও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি নেতা। মুখ্যমন্ত্রীকে প্রথমে পরামর্শ দিয়ে দিলীপ ঘোষ জানান, ‘উনি ক্ষতিপুরণ দিয়েছেন। আবার যাতে এরকম বিপর্যয় না হয়, সেটা দেখা ওনার কাজ।’ এরপর কটাক্ষের সুরে বিজেপি নেতার জানান, ‘জীবনহানি হল, উনি কিছু টাকা দিয়ে দিলেন। এই ভিক্ষা দেওয়ার, কিনে নেওয়ার অভ্যাস আছে। সমস্যার গভীরে যান না। সমাধান করেন না। মেট্রো নিয়ে চলছে। বৌবাজারে তিনবার বিপর্যয় হল।মানুষ ভয়ে আছে। সেটা সমাধানের কোনও চেষ্টা নেই। একে তাকে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা। এই লোকগুলো তো ওনাকে ভোট দিয়েছে। এটা উনি বোঝেন না।বুঝলেও কিছু করেন না।এটাতেই ওনার আনন্দ।’

নবান্ন সূত্রে খবর, আজ বিকেলে বিমানে হাসিমারা পৌঁছে হেলিকপ্টারে মালবাজারে পৌঁছে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল আদর্শ বিদ্যালয়ে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। ওই সভামঞ্চেই বিপর্যস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলবেন তিনি। করতে পারেন প্রশাসনিক বৈঠকও। দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সময়ে  ডুয়ার্সের মাল মহকুমায় মাল নদীতে হঠাৎই হাজির হড়পা বান। যার জেরে চোখের নিমেশে জলে ভেসে যান অনেকে। মৃত্যু হয় আট জনের। নিখোঁজ হয়ে যান বহু। সেই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ায় কেন্দ্র ও রাজ্য সরকার। এরপর আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রীর এই সফরকেই এ দিন কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। একা দিলীপ নন, অপরদিকে মালবাজারের বিজেপির মণ্ডল সভাপতি নবীন সাহাও অভিযোগ করে বলেন, ‘মৃত দেহ নিয়ে রাজনীতি করতে মুখ্যমন্ত্রী আসছেন মালবাজারে।’