AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh Marriage: ‘আমার তো শক্তি নেই’, দিলীপের বিয়ের কথা শুনে কেন এমন বললেন শমীক

Dilip Ghosh Marriage: শুক্রবার অর্থাৎ দিলীপ ঘোষের বিয়ের সকালে দেখা গেল তাঁর বাড়িতে, তাঁর পাশে বসে রয়েছেন বঙ্গ বিজেপির অন্যতম নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য। অবিবাহিত নেতাদের মধ্যে তিনিও অন্যতম। তবে দিলীপ ঘোষকে দেখে কি তিনি অনুপ্রাণিত?

Dilip Ghosh Marriage: 'আমার তো শক্তি নেই', দিলীপের বিয়ের কথা শুনে কেন এমন বললেন শমীক
দিলীপ ঘোষের বাড়িতে শমীক (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 18, 2025 | 4:16 PM
Share

কলকাতা: রাজ্য়ে অকৃতদার রাজনীতিকের সংখ্যা কম নয়। দিলীপ ঘোষের নামও এতদিন পর্যন্ত সেই তালিকায় ছিল। তবে আজ (শুক্রবার) থেকে বাদ পড়ল তাঁর নাম। ৬১ বছর পেরিয়ে বিয়ে করছেন তিনি। সেই লিস্টে আর যাঁরা থেকে গেলেন, তাঁরা কি এবার উৎসাহিত হবেন?

শুক্রবার অর্থাৎ দিলীপ ঘোষের বিয়ের সকালে দেখা গেল তাঁর বাড়িতে, তাঁর পাশে বসে রয়েছেন বঙ্গ বিজেপির অন্যতম নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য। অবিবাহিত নেতাদের মধ্যে তিনিও অন্যতম। তবে দিলীপ ঘোষকে দেখে কি তিনি অনুপ্রাণিত? প্রশ্ন করতেই শমীক বললেন, ‘এটায় পারেনি।’

দিলীপ ঘোষের থেকে বয়সে মাস কয়েকের বড় শমীক। এদিন তিনি বলেন, “দিলীপ ঘোষের জীবনচর্জা, তাঁর মর্নিং ওয়াক, তাঁর লড়াকু মানসিকতা, বিপরীত পরিস্থিতিতে থেকে দলকে প্রতিষ্ঠা করা, সরলভাবে যে কোনও পরিস্থিতির ব্যাখ্যা করা, আমাকে অনুপ্রাণিত করে। তবে এক্ষেত্রে (বিয়ের ক্ষেত্রে) পারেননি।”

বিজেপি নেতা আরও বলেন, ও আমার থেকে বয়সে ছোট। আমার ওই সময়টা পেরিয়ে গিয়েছে। শমীক ভট্টাচার্য কি বিয়ে করতে পারেন না? উত্তর এল, “আমার শক্তি নেই তো। সমস্ত জিনিস গ্রহণ করার জন্য তো একটা শক্তি লাগে।” শমীক এও মনে করিয়ে দেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বাম নেতা বিমান বসুও রয়েছেন অকৃতদারদের তালিকায়, তিনি একা নন।