AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev on Ghatal master plan: ‘আমি আমার দায়িত্ব জানি’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে স্পষ্ট উত্তর দেবের

Dev: টিভি ৯ বাংলাকে দেব বলেন, "আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই। আমার থেকে বড় বড় নেতারা এখানের সাংসদ হয়েছেন। গুরুদাস গুপ্ত তিনি এখানে সাতবারের সাংসদ। যদি এই প্ল্যানটা এত সহজ হত কবেই হয়ে যেত।"

Dev on Ghatal master plan: 'আমি আমার দায়িত্ব জানি', ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে স্পষ্ট উত্তর দেবের
ঘাটাল নিয়ে কী বললেন দেব? Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2025 | 10:57 PM
Share

কলকাতা: প্রতিবছর বন্যা আসে আর জলে ভাসে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এবারও অনবরত বৃষ্টি হয়েছে আর তার জেরে জলে ডুবেছে ঘাটাল। কিন্তু কী হল ‘ঘাটাল মাস্টার প্ল্যানের’? যা প্রতিবছর ফলাও করে বলা হয়! বিরোধীদের এইসকল প্রশ্নের মুখেই এবার মুখ খুললেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তিনি বললেন, “যে কোনও জিনিসের জন্য সময় লাগে। দু’ তিন মাসের কাজ হলে এত সময় লাগত না।”

ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে? এই নিয়ে মঙ্গলবারই বিজেপি নেতা দিলীপ ঘোষের আক্রমণের মুখে পড়েছেন দেব। তৃণমূল সাংসদকে ‘ভাল ছেলের’ সার্টিফিকেট দিয়েও দিলীপের প্রশ্ন, “কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে? দম থাকলে রিজাইন করে দেখাও। মেদিনীপুরের লোকদের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না।” এমনকী, দেবকে ‘চোরদের কাছে মাথা নত না করারও,পরামর্শ দিয়েছেন দিলীপ। কিন্তু এতসবের পরও ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্নটা ওঠে তা হলে কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান?

টিভি ৯ বাংলাকে দেব বলেন, “আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই। আমার থেকে বড় বড় নেতারা এখানের সাংসদ হয়েছেন। গুরুদাস গুপ্ত তিনি এখানে সাতবারের সাংসদ। যদি এই প্ল্যানটা এত সহজ হত কবেই হয়ে যেত।” সাংসদের বক্তব্য, তিনি কোনও রাজনৈতিক নেতা নন, তারপরও অনেক কাজ করেছেন। দেব বলেন, “আমি আমার দায়িত্ব জানি। আর যে কোনও জায়গাতেই সমালোচনা হবে। সেটা হওয়া ভাল। তবে জোর করে কাদা ছোড়াছুড়ির মধ্যে আপত্তি আছে। সেই কারণে আমি কাদা ছোড়াছুড়ি করি না। কাজ করি। যাঁরা ভোট দিয়েছেন তাঁরা জানেন আমি কী করি, আর তাঁরা জানলেই যথেষ্ঠ।”