Weather Update: পাক খাচ্ছে ঘূর্ণাবর্ত, রবিবার ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের
Weather Update: হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব রাজস্থানের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

কলকাতা: বিগত কয়েকদিন সকালের দিকে কলকাতার আকাশ মেঘে মুখ ঢাকলেও রবিবার যদিও ছবিটা কিছুটা আলাদা। রোদের তেজ বাড়তেই বাড়ল গরমের দাপট। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪৯ থেকে ৯৪ শতাংশের মধ্যে। তবে রবিবারও দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে।
কোথায় কোথায় ঘূর্ণাবর্ত?
হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব রাজস্থানের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর অসম এবং মারাঠাওয়াড়াতে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার দাপট। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা ওড়িশা-ছত্তিশগঢ়ের উপর দিয়ে গিয়েছে। তাতেই ভিজছে বাংলা।
এদিন দক্ষিণবঙ্গে মোটের উপর ৮ জেলায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তারমধ্যে পশ্চিমের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে অন্যদিনের মতো ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার প্রাবল্য বেশি থাকছে। অন্যদিকে রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা।
