AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dugra Puja With Pulse: পুজোর পালস বাড়ছে, হইহই দুর্গাপুর-জলপাইগুড়িতে

Dugra Puja With Pulse: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি একেবারে শেষপর্বে। আর এই উৎসবের মেজাজে আরও উন্মাদনা তৈরি করতে একসঙ্গে পালস্ ক্যান্ডি ও টিভিনাইন বাংলা। রাজ্যের ২২টি শহরে ঘুরবে পুজোয় পালস্ ট্যাবলো। নানা প্রশ্ন থাকবে। উত্তর দিতে পারলেই উপহার বাধাধরা।

Dugra Puja With Pulse: পুজোর পালস বাড়ছে, হইহই দুর্গাপুর-জলপাইগুড়িতে
পুজোর পালস ট্যাবলো জেলায় জেলায়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 7:37 PM
Share

কলকাতা: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর কয়েকদিনের অপেক্ষা। মা আসছেন। পুজোর আবহে উৎসবের উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে হাতে হাত পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলার। দুর্গাপুর ও জলপাইগুড়িতে ঘুরল পুজোয় পালস।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি একেবারে শেষপর্বে। আর এই উৎসবের মেজাজে আরও উন্মাদনা তৈরি করতে একসঙ্গে পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলা। রাজ্যের ২২টি শহরে ঘুরবে পুজোয় পালস ট্যাবলো। নানা প্রশ্ন থাকবে। উত্তর দিতে পারলেই উপহার বাধাধরা। পুজোর আনন্দে এক আলাদা স্বাদে মেতে উঠতেই এই আয়োজন।

পুজোয় পালসের ট্যাবলো ঘুরছে জেলায় জেলায়। সেখানে রয়েছে প্রচুর পালস ক্যান্ডি। এছাড়া উপহার জেতার সুযোগ তো আছেই। চারচাকার গাড়ি থেকে শুরু করে মোটরবাইক, স্কুটিও জিততে পারেন অংশগ্রহণকারীরা। দুর্গাপুর, জলপাইগুড়িতে ট্যাবলো যেতেই মানুষের উন্মাদনা চোখে পড়ল। সঞ্চালককে নানা প্রশ্নের জবাব দিয়ে উপহারও জিতলেন। পুজোয় পালস ট্যাবলো দেখতে ভিড় জমান এলাকার অনেকেই।