AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dumdum Airport Gate: মহিলাদের বাথরুমের দরজায় সিগারেটের আগুন দিয়ে ফুটো, কেউ ঢুকলেই কাজ হাসিল…এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছেই যা হচ্ছে…

Dumdum Airport: অভিযোগ, যুবকরা মহিলাদের বাথরুমের ভিতর উঁকি দিতেন। অশালীন মন্তব্য করতেন। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠছিল। বুধবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দমদম এয়ারপোর্ট এক নম্বর গেট সংলগ্ন এলাকা।

Dumdum Airport Gate: মহিলাদের বাথরুমের দরজায় সিগারেটের আগুন দিয়ে ফুটো, কেউ ঢুকলেই কাজ হাসিল...এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছেই যা হচ্ছে...
দমদম এয়ারপোর্ট এক নম্বর গেট সংলগ্ন এলাকাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2025 | 11:46 AM
Share

কলকাতা: রোজ সন্ধ্যা হতেই পানের দোকানের সামনে জড়ো হয়ে যেতেন তাঁরা। মধ্যরাত পর্যন্ত আড্ডা। হাসিমজার ফাঁকে আড্ডায় চলত নোংরা ইয়ার্কিও। ওই পানের দোকানের পিছনে একটি মহিলাদের বাথরুম। স্বাভাবিকভাবেই মহিলাদের ওই দোকানের সামনে দিয়েই বাথরুমে যেতে হত। অভিযোগ, যুবকরা মহিলাদের বাথরুমের ভিতর উঁকি দিতেন। অশালীন মন্তব্য করতেন। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠছিল। বুধবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দমদম এয়ারপোর্ট এক নম্বর গেট সংলগ্ন এলাকা। একজন প্রতিবাদ করায় তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমদম এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে রামকৃষ্ণ রোড অঞ্চলের একটি অ্যাপার্টমেন্টের নীচে একটি মহিলাদের শৌচালয় রয়েছে। সামনেই বাজার। সেই বাজারে কর্মরত মহিলারাই ওই শৌচালয় ব্যবহার করেন। তার সামনেই একটি পানের দোকান। সেই দোকানে রোজ সন্ধ্যাতেই  শ্যাম জয়সওয়াল এলাকারই এক যুবক তার দলবল নিয়ে জড়ো হন। শ্যাম জয়সওয়াল এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

শোক সাউ নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া কানের সামনে নিয়মিত জড়ো হন। স্থানীয় মহিলাদের উদ্দেশে কটুক্তি করতেন বলে অভিযোগ। প্রকাশ্যেই মোবাইলে অশ্লীল ছবি দেখতেন। আরও অভিযোগ,দোকানের পিছনে  ওই বাথরুমে কোনও মহিলা ঢুকলে দরজায় উঁকি মেরে দেখতেন। বাথরুমের প্লাস্টিকের দরজায় সিগারেটের আগুন দিয়ে ফুটো করেও রেখেছিলেন বলে অভিযোগ। বুধবার অরূপ কয়াল নামে এক ব্যক্তি এই ঘটনার প্রতিবাদ করায় শ্যাম জয়সওয়াল এবং তাঁর দলবল তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়।

দমদম থানায় এই দুষ্কৃতীদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে। পুলিশ গিয়ে মোট তিন জনকে আটক করে।