AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur Mysterious Death: দুর্গাপুরে একই পরিবারের চার জনের রহস্যমৃত্যুতেও নিয়োগ দুর্নীতির ছায়া! CBI-চেয়ে মামলা

Durgapur Mysterious Death: রবিবার ভোরে দুর্গাপুরের মিলনপল্লির একটি ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দেয়। বাড়ি থেকে উদ্ধার হয় অমিত মণ্ডল নামে এক যুবক, তাঁর স্ত্রী, দুই সন্তানের দেহ।

Durgapur Mysterious Death: দুর্গাপুরে একই পরিবারের চার জনের রহস্যমৃত্যুতেও নিয়োগ দুর্নীতির ছায়া! CBI-চেয়ে মামলা
একই পরিবারের চারজনের মৃত্যু
| Edited By: | Updated on: Mar 20, 2023 | 2:04 PM
Share

কলকাতা: দুর্গাপুরে একই পরিবারের চার জনের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের আবেদন করে হাইকোর্টে মামলা। মামলা করলেন কলকাতা হাইকোর্টেরই আইনজীবী সামিম আহমেদ। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আইনজীবী দৃষ্টি আকর্ষণ করেন, দুর্গাপুরের চার জনের রহস্যমৃত্যুর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়টিও জড়িয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেছেন। বিচারপতি আইনজীবীকে গোটা বিষয় জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপরই এই মামলা শুনবে আদালত। মামলাকারী আইনজীবীর বক্তব্য, দুর্গাপুরের একই পরিবারের চার জনের রহস্যমৃত্যুতেও রয়েছে নিয়োগ দুর্নীতির ছায়া। তিনি আদালতে উল্লেখ করেন, তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর আগে অমিত মণ্ডল তাঁর মোবাইল থেকে আত্মীয়দের হোয়াটস অ্যাপ গ্রুপে দুটি সুইসাইড নোট পাঠান। সেখানে স্কুলে নিয়োগে তাদেরই কিছু আত্মীয়ের জড়িত থাকা, তাঁর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা, দিনের পর দিন মানসিক হেনস্থার অভিযোগ করা হয়েছে। গোটা বিষয়টি জানিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেন নিহতের পরিজন।

রবিবার ভোরে দুর্গাপুরের মিলনপল্লির একটি ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দেয়। বাড়ি থেকে উদ্ধার হয় অমিত মণ্ডল নামে এক যুবক, তাঁর স্ত্রী, দুই সন্তানের দেহ। মেঝেতে পড়েছিল স্ত্রীর দেহ, বিছানায় দুই সন্তান আর গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিলেন অমিত। জানা গিয়েছে, মৃত্যুর আগে পরিবারের কয়েকজনকে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে মৃত্যুর কারণ সম্পর্কে একটি বার্তাও দেন। তা নিয়েও দানা বাঁধছে রহস্য। অভিযোগ সম্পত্তির জেরেই করা হয়েছে খুন। মৃত্যুর আগের হোয়াটঅ্যাপ মেসেজ নিয়ে বেড়েছে চাপানউতর। ওই মেসেজই আবার ফেসবুকেও পোস্ট করেছেন অমিত। আর সেই পোস্ট নিয়েই আইনজীবী সচেতন। তিনি মনে করছেন, এর পিছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে।