Holi Special Train: দোলে বিশেষ ট্রেন দিচ্ছে পূর্ব রেল, দেখে নিন তালিকা…
Holi 2024: হাওড়া-বারমের হোলি স্পেশাল ট্রেনের স্টপেজ থাকবে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান। ২১ তারিখ হাওড়া থেকে ছাড়বে দুপুর ৩টেয়। নিউ জলপাইগুড়ি-আসানসোল হোলি স্পেশাল ট্রেন থামবে জশিডি, মধুপুর, চিত্তরঞ্জনে। ২২ তারিখ জলপাইগুড়ি থেকে ছাড়বে, ২৩ মার্চ আসানসোল থেকে ছাড়বে।

কলকাতা: রঙের উৎসব দোল। সঙ্গে আবার হোলিরও ছুটি আছে। দোল পড়েছে সোমবার। তার আগে শনি রবি ছুটি। এবার অনেকেই এই ছুটি কাজে লাগিয়ে বেরিয়ে পড়ছেন। আর ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে আরও চারটি হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর আগে হাওড়া থেকে বেনারসগামী স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। এবার হাওড়া থেকে রাজস্থানের বারমের, আসানসোল-নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন-উড়না, হাওড়া-ইন্দোরগামী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
হাওড়া-বারমের হোলি স্পেশাল ট্রেনের স্টপেজ থাকবে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান। ২১ তারিখ হাওড়া থেকে ছাড়বে দুপুর ৩টেয়। নিউ জলপাইগুড়ি-আসানসোল হোলি স্পেশাল ট্রেন থামবে জশিডি, মধুপুর, চিত্তরঞ্জনে। ২২ তারিখ জলপাইগুড়ি থেকে ছাড়বে, ২৩ মার্চ আসানসোল থেকে ছাড়বে।
উড়না-মালদহ হোলি স্পেশালের স্টপেজ হবে আভাইপুর, জামালপুর, সুলতানগঞ্জ, ভাগলপুর, সাহিবগঞ্জ, নিউ ফরাক্কা স্টেশন। ২৩ মার্চ সকাল ৯টা ৫-এ ছাড়বে এই ট্রেনটি। অন্যদিকে হাওড়া-ইন্দোর হোলি স্পেশাল থামবে আসানসোল, দুর্গাপুর, বর্ধমানে। ১৭ মার্চ, ২৪ মার্চ হাওড়া থেকে ছাড়বে সকাল ১১টায়। আগেই রেল জানিয়েছিল হাওড়া থেকে বেনারস যাওয়ার হোলি স্পেশাল ট্রেন থাকছে। ২৩ তারিখের এই ট্রেন এ রাজ্যের দুর্গাপুর, আসানসোলে থামবে।
