ED RAID: ৫২ ঘণ্টা পার, এখনও মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে চলছে ইডি-র তল্লাশি

ED RAID: বাগুইআটিতে অভিজাত আবাসনে থাকেন বাকিবুর রহমান। এখন সেখানে চলছে তল্লাশি অভিযান। গত বুধবার নদিয়ার শিমুলিয়ায় এই ব্যবসায়ীর চালকলে হানা দিয়েছিলেন আধিকারিকরা।

ED RAID: ৫২ ঘণ্টা পার, এখনও মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে চলছে ইডি-র তল্লাশি
বাকিবুরের বাড়িতে তল্লাশিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 11:41 AM

কলকাতা: ৫২ ঘণ্টা অতিক্রান্ত! এখনও তল্লাশি জারি। পুজোর মুখে বড়সড় অ্যাকশনে ইডি। মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানের বাগুইআটির বাড়িতে এখনও চলছে ইডি-র তল্লাশি। ৩৭ ঘণ্টা ম্যারাথন অভিযানের পরেও বাকিবুরের ডেরায় ইডি। রেশন বণ্টনে বেলাগাম দুর্নীতির অভিযোগে গত ২ দিন ধরে রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন অভিযান চালাচ্ছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা মনে করছেন,বাকিবুরকে ঘুঁটি করা হয়েছে, পিছনে রয়েছেন বড় কোনও প্রভাবশালী। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী।

বাগুইআটিতে অভিজাত আবাসনে থাকেন বাকিবুর রহমান। এখন সেখানে চলছে তল্লাশি অভিযান। গত বুধবার নদিয়ার শিমুলিয়ায় এই ব্যবসায়ীর চালকলে হানা দিয়েছিলেন আধিকারিকরা। চালকল, আটামিল, হরিণঘাটার চালকলে হানা দিয়ে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ইডি-র র‌্যাডারে রয়েছেন বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসও। গত বৃহস্পতিবার অভিষেকের বাড়িতেও বেশ কয়েক ঘণ্টা করে তল্লাশি চালান তদন্তকারীরা।

সূত্রের খবর, অভিষেকের বাড়ি থেকে বেশ কিছু নগদ টাকা ও নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। ব্যাঙ্কের স্টেটমেন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। জেরায় অভিষেক জানিয়েছেন, উদ্ধার হওয়া সমস্ত টাকা তাঁর জামাইবাবু বাকিবুর রহমানের। তদন্তকারীরা জানতে পেরেছেন, কেবল রাইসমিল কিংবা আটাকল নয়, কলকাতাতেই বাকিবুরের একাধিক রেস্তোরাঁ, পানশালা, হোটেল রয়েছে। সেখানেও তল্লাশি চলতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তারপরই বাকিবুরের হদিশ মেলে। বাকিবুরের নদিয়ার চালকলেও চলছে তল্লাশি।