AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid: কাঁকুড়গাছিতে আচমকা হানা ইডির, তদন্তকারীদের মুখে ‘ব্ল্যাক মানির’ কথা

ED Raid: এদিন বিকালে মানিকতলা রোডের আইডিয়াল রেসিডেন্সি আচমকা হানা দেন ইডির তদন্তকারীরা। শেষে প্রায় ঘণ্টা দুই তল্লাশি শেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা ৭.০৫ মিনিট নাগাদ বেরিয়ে গেলেন।

ED Raid: কাঁকুড়গাছিতে আচমকা হানা ইডির, তদন্তকারীদের মুখে ‘ব্ল্যাক মানির’ কথা
ফের শহরে তল্লাশি ইডির
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 7:28 PM
Share

কলকাতা: চিটফান্ড থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগ, একাধিক কেসের জোরকদমে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেড। মাঝ্যে মধ্যে ইডি দফতরে ডাক পড়ছে রাজ্যের একাধিক খ্য়াতনামা ব্যক্তিত্বের। চলছে জেরা। ইতিমধ্যে আবার আরও চারটি ইডি (ED) আদালত তৈরির নির্দেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর আগে পর্যন্ত রাজ্য়ে একটিই পিএমএলএ আদালত ছিল। অন্যদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন করে গতি বাড়িয়েছে ইডি। সিজিও কমপ্লেক্সে ডাক পড়ছে শাসকদলের একাধিক বড় মুখের। এরইমধ্যে এবার কাঁকুড়গাছিতে ফের বড় তল্লাশি অভিযানে ইডি।  

সূত্রের খবর, এদিন বিকালে মানিকতলা রোডের আইডিয়াল রেসিডেন্সি আচমকা হানা দেন ইডির তদন্তকারীরা। শেষে প্রায় ঘণ্টা দুই তল্লাশি শেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা ৭.০৫ মিনিট নাগাদ বেরিয়ে গেলেন। মোট তিনটি গাড়ি এসেছিল বলে খবর। এর মধ্যে দুটি গাড়িতে ছিলেন ইডির তদন্তকারীরা। অন্য একটি গাড়িতে ছিল কেন্দ্রীয় বাহিনী। তবে কী বিষয়ে, কী কারণে তল্লাশি সে বিষয়ে বারবার প্রশ্ন করা হলেও কেন্দ্রীয় তদন্তকারীরা কিছুই জানাতে চাননি। সূত্রের খবর, শুধু তাঁদের মুখে শোনা গিয়েছে ব্ল্যাক মানির কথা। এর থেকে বেশি আর কিছুই বলতে চাইলেন না। আবাসনের নিরাপত্তা রক্ষীরা জানাচ্ছেন, এদিন বাকিল সাড়ে পাঁচটা নাগাদ তদন্তকারীরা এসেছিলেন ওই আবাসনে।