Sujit Bose-ED: দিনভর তল্লাশি, সুজিত বসুর অফিস থেকে কী কী পেল ED
Sujit Bose: সেক্টর ফাইভে মন্ত্রীর আরও একটি চিনা রেস্তোরাঁতেও এদিন চলে তল্লাশি। ইডি সূত্রে খবর, মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রীর ছেলের কাছ থেকে চাওয়া হতে পারে ব্যবসার নথি। উদ্ধার করা হয়েছে নগদ বেশ কয়েক লক্ষ টাকা। উৎসও জানতে চাওয়া হবে বলে খবর ইডি সূত্রে।

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতিতে রাতভর চলল ইডি (ED) তল্লাশি। উদ্ধার নগদ বেশ কয়েক লক্ষ টাকা ও নথি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে শনিবার দিনভর তল্লাশি চলে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ ও অফিসে। নগদ টাকার সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল ব্যবসা সংক্রান্ত নথিও। মন্ত্রীর অফিস, রেস্তোরাঁর পাশাপাশি তল্লাশি চলে মন্ত্রী পুত্রের রেস্তোরাঁয়।
ইডি আধিকারিকরা তল্লাশি চালান মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়িতেও। মন্ত্রী এবং মন্ত্রী-পুত্রের মালিকানাধীন তিনটি রেস্তোরাঁ ইডি স্ক্যানারে। তল্লাশি করে বাজেয়াপ্ত করা হয়েছে রেস্তোরাঁ। ব্যবসার আয়-ব্যয়ের নথিও সংগ্রহ করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। রেস্তোরাঁ ব্যবসার আড়ালে হিসেব বহির্ভূত আয়ের অর্থ পাচার? রেস্তোরাঁর আয়-ব্যয়ের হিসেব থেকে সেই সন্দেহই বাড়ছে ইডি আধিকারিকদের।
সেক্টর ফাইভে মন্ত্রীর আরও একটি চিনা রেস্তোরাঁতেও এদিন চলে তল্লাশি। ইডি সূত্রে খবর, মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রীর ছেলের কাছ থেকে চাওয়া হতে পারে ব্যবসার নথি। উদ্ধার করা হয়েছে নগদ বেশ কয়েক লক্ষ টাকা। উৎসও জানতে চাওয়া হবে বলে খবর ইডি সূত্রে।
শনিবারের তল্লাশিতে উপস্থিত ছিলেন প্রায় ১৫ থেকে ২০ জন আধিকারিক। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্তের বাড়ি ও গোডাউনেও অভিযান চালায় ইডি। পুর নিয়োগ দুর্নীতিতে এর আগেও নিতাইকে ১২ ঘণ্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারীরা।
এর আগে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে, গত ১২ জানুয়ারি সুজিতের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় তাঁর মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। তবে এবার প্রথমবার তাঁর অফিসে হানা দিয়েছিল ইডি।
এছাড়াও নিউ আলিপুরে অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও ইডি তল্লাশি চালায় শুক্রবার। গিরিশ পার্ক থানা এলাকার ৮এ সরকার লেনেও চলছে ইডি তল্লাশি। বিশাল পাতোড়িয়া নামের এক চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।
