AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EID Special Train: শিয়ালদহ থেকে শনি ও রবিবার চলবে অতিরিক্ত ট্রেন

EID Special Train: ইদ স্পেশাল মেমু ট্রেন চলবে শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে। আর শিয়ালদহ-লালগোলা-কৃষ্ণনগর প্যাসেঞ্জারের সঙ্গে যুক্ত হবে একটি অতিরিক্ত সেকেন্ড ক্লাস কোচ।

EID Special Train: শিয়ালদহ থেকে শনি ও রবিবার চলবে অতিরিক্ত ট্রেন
ইদ উপলক্ষ্যে বিশেষ ট্রেন
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 11:56 AM
Share

কলকাতা: শনিবার ও রবিবার অতিরিক্ত ট্রেন চলবে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। শনিবারই ইদ পালিত হওয়ার কথা। ইদ উপলক্ষ্যে অনেকেই বাড়ি ফেরেন, কেউ যান আত্মীয়ের বাড়িতে, তাই প্রচুর ভিড় হতে পারে ট্রেনে। সে কারণেই ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে রেল সূত্রে খবর।

ইদ স্পেশাল মেমু ট্রেন চলবে শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে। আর শিয়ালদহ-লালগোলা-কৃষ্ণনগর প্যাসেঞ্জারের সঙ্গে যুক্ত হবে একটি অতিরিক্ত সেকেন্ড ক্লাস কোচ।

শিয়ালদহ -কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন ছাড়বে শুক্রবার রাত ৯ টা ৩৮ মিনিটে। কৃষ্ণপুরে পৌঁছবে রাত ২ টো ৩৫ মিনিটে। পরের দিন অর্থাৎ শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে কৃষ্ণপুর থেকে ট্রেন ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩ টে ২০ মিনিটে। ট্রেনটি দাঁড়াবে দমদম, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, ধুবুলিয়া, মুরাগাছা, বেথুয়াডহরি, দেবগ্রাম, রাজিনগর, বেলডাঙা, সারগাছি, বহরমপুর কোর্ট, কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ভগবানগোলা স্টেশনে। শিয়ালদহ-লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে জুড়বে একটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ।

অন্যদিকে, ইন্টারলকিং-এর কাজের জন্য ২০ এপ্রিল থেকে ৬ মে একাধিক ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে। সেই ট্রেনগুলির তালিকায় রয়েছে ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস, হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস, কলকাতা-আমেদাবাদ এক্সপ্রেস মাকসি-রুথিয়াই-গুনা-মহাদেওখেদি-মালখেদি দিয়ে ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে।

লোকাল হোক বা দূরপাল্লা, প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন বহু মানুষ। তাই ট্রেনের সময় পরিবর্তন করা হলে, সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়। তবে ইদের জন্য অতিরিক্ত ট্রেন চলায় সুবিধা হবে অনেক যাত্রীর।