Election Commission: লাভলী মৈত্রর স্বামীকে দায়িত্ব থেকে সরাল কমিশন! ভোটের মুখে আরও এক চমক

Lok Sabha Election: এর আগে একুশের বিধানসভা নির্বাচনের সময়েও আইপিএস সৌম্য রায়কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। গত বিধানসভা ভোটে লাভলী প্রার্থী হওয়ায় তাঁকে সরানো হয়েছিল। এবারও লোকসভা ভোটের মুখে ফের তৃণমূলের তারকা বিধায়ক লাভলীর স্বামী সৌম্য রায়কে সরানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

Election Commission: লাভলী মৈত্রর স্বামীকে দায়িত্ব থেকে সরাল কমিশন! ভোটের মুখে আরও এক চমক
লাভলী মৈত্রImage Credit source: Facebook

| Edited By: Soumya Saha

Apr 02, 2024 | 4:24 PM

কলকাতা: লোকসভা ভোটের মুখে ফের এক পুলিশকর্তাকে দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন। এবার সরানো হল ডিসিপি সাউথ-ওয়েস্ট সৌম্য রায়কে। তিনি আবার সোনারপুর দক্ষিণের বিধায়ক তথা তৃণমূলের অন্যতম তারকা মুখ লাভলী মৈত্রর স্বামী। এর আগে একুশের বিধানসভা নির্বাচনের সময়েও আইপিএস সৌম্য রায়কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। গত বিধানসভা ভোটে লাভলী প্রার্থী হওয়ায় তাঁকে সরানো হয়েছিল। এবারও লোকসভা ভোটের মুখে ফের তৃণমূলের তারকা বিধায়ক লাভলীর স্বামী সৌম্য রায়কে সরানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

মঙ্গলবারই নির্বাচন কমিশনের অফিস থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে ডিসিপি সাউথ-ওয়েস্ট আইপিএস সৌম্য রায়কে অবিলম্বে নির্বাচন-সংক্রান্ত বিষয়ের সঙ্গে যোগ নেই, এমন কোনও পদে বদলি করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই গোটা দেশে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। এই মডেল কোড অব কন্ডাক্ট কার্যকর থাকাকালীন নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা ন্যস্ত থাকে। যার বলে প্রয়োজন অনুযায়ী অফিসার, আমলা, পুলিশকর্তাদের বদলি করতে পারে নির্বাচন কমিশন। সেই মতোই এবার তৃণমূলের তারকা বিধায়ক লাভলী মৈত্রর স্বামীকে বদলির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বদলি করে ফেলেছে নির্বাচন কমিশন। শুরুটা হয়েছিল, রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরানো থেকে। তারপর চার জেলার জেলাশাসককে বদল করেছে নির্বাচন কমিশন। গতকালই আবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে দুই সিনিয়র অফিসারকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এসবের মধ্যেই এবার আরও এক আইপিএস-কে অন্যত্র বদলি করছে কমিশন।