SIR: ফর্ম ৭ নিয়ে দিনভর বিক্ষোভ, মৃতদের নাম বাদ দেওয়ার শেষ দিন বাড়াল কমিশন
SIR in Bengal: বিজেপির দিনভর বিক্ষোভ-অবস্থানের পর সময় বাড়াল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় মৃত্যু বা স্থানান্তরিত হওয়ার কারণে কারও নাম বাদ দিতে হলে এই ফর্ম ৭-এর মাধ্যমে আবেদন জানাতে হয়। সেই ফর্মই জমা দিতে দিচ্ছে না তৃণমূল, এমনই অভিযোগ ওঠে।

কলকাতা: সভায় সভায় ‘মৃত’ ভোটারদের হাজির করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গরমিলের অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির দাবি, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে দিচ্ছে না তৃণমূল। ফর্ম ৭ জমা দিতে দেওয়া হচ্ছে না বলে অনেক জায়গায় বিক্ষোভও দেখায় বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে মৃতদের নাম বাদ দেওয়ার সময়সীমা বাড়াল কমিশন।
আগের নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জানুয়ারি ছিল মৃতদের নাম বাদ দেওয়ার শেষ দিন। সেটা বাড়িয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবারও দিনভর জায়গায় ফর্ম ৭ নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তারপরই এই নির্দেশিকা দেয় কমিশন।
উত্তর ২৪ পরগনার বাগদা বিডিও অফিসের সামনে ফর্ম ৭ নিয়ে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। অভিযোগ ছিল, কয়েক হাজার ফর্ম ৭ জমা করা হলেও বিডিও অফিসের তরফ থেকে রিসিড দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। রিসিড কপি দিতে হবে এই দাবিতেই বাগদার বিডিও-র ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করে।
একই ছবি দেখা যায় বাঁকুড়াতেও। সেখানে বিজেপি নেতৃত্ব দাবি করে তারা ফর্ম ৭ জমা করতে গেলে তাদের বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আলিপুরদুয়ারে ওঠে আরও বড় অভিযোগ। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকে ২ হাজার বাংলাদেশির তথ্য সম্বলিত নথি জমা দিতে গিয়েছিলেন বিএলএ-রা। কিন্তু এআরও তাঁদের কাছ থেকে তা জমা নেননি বলে অভিযোগ ওঠে। দিনভর এই বিক্ষোভ-অবস্থানের পর সময় বাড়াল কমিশন। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় মৃত্যু বা স্থানান্তরিত হওয়ার কারণে কারও নাম বাদ দিতে হলে এই ফর্ম ৭-এর মাধ্যমে আবেদন জানাতে হয়।
