Esplanade Metro Rail Station: গলগল বেরচ্ছে ধোঁয়া, আগুন আতঙ্ক এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, ট্রেন কি চলছে?
Esplanade Metro: আজ সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এসপ্ল্যানেডের ডাউন লাইনের প্ল্যাটফর্মে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। চলমান সিঁড়ি বা এসক্যালেটরের সংযোগস্থল থেকে এই ধোঁয়া বেরতে দেখা যায়।

কলকাতা: অফিসযাত্রী থেকে নিত্যনৈমিত্তিক যাতায়াতের জন্য বরাবরই মেট্রোর উপর ভরসা করেন সাধারণ মানুষ। খুব কম সময়ে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়ার ক্ষেত্রে মেট্রোর বিকল্প আর কিছুই নেই। এবার সেই মেট্রো স্টেশনেই ছড়াল আগুন আতঙ্ক। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন কার্যত ধোঁয়ায়-ধোঁয়া হয়ে গিয়েছিল বলে মেট্রো রেল সূত্রে জানতে পারা গিয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এসপ্ল্যানেডের ডাউন লাইনের প্ল্যাটফর্মে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। চলমান সিঁড়ি বা এসক্যালেটরের সংযোগস্থল থেকে এই ধোঁয়া বেরতে দেখা যায়। সেই দেখে স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর পৌঁছয় মেট্রো আধিকারিক ও ইঞ্জিনিয়রদের কাছে। তাঁরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। কিন্তু কীভাবে এই ধোঁয়া বেরিয়ে এল, কোথাও কোনও গোলযোগ বা ত্রুটি দেখা গিয়েছে কি না সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার জন্য কোনও পরিষেবা বিঘ্নিত হয়নি বলেই মেট্রো রেলের তরফে জানানো হয়েছে।
বস্তুত, আজ একে সোমবার। অফিসযাত্রীদের একাংশ বরাবরই মেট্রোর উপর ভরসা করে থাকেন। যে সময় ঘটনা ঘটেছে তা অফিস ছুটির সময়। আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন হল অন্যতম ব্যস্ত স্টেশন। শহরের প্রচুর মানুষ এই স্টেশন দিয়ে নিজের প্রয়োজনে যাতায়াত করেন। সেখানেই এই ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

