e Amit Shah: বিজেপি ক্ষমতায় এলেও চলবে লক্ষ্মীর ভাণ্ডার? কোনও প্রকল্প বন্ধ হবে না, আশ্বাস শাহের - Bengali News | Even if the BJP comes to power, no projects of the current government in West Bengal will be stopped, says Amit Shah | TV9 Bangla News

Amit Shah: বিজেপি ক্ষমতায় এলেও চলবে লক্ষ্মীর ভাণ্ডার? কোনও প্রকল্প বন্ধ হবে না, আশ্বাস শাহের

BJP in Bengal: এ নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হলে ছেড়ে কথা বলতে নারাজ তৃণমূল। পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ নিয়ে সুর চড়াচ্ছেন তৃণমূল নেতারা, সুর চড়াচ্ছেন বাংলার বঞ্চনা নিয়ে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, “বাংলায় ওরা কেন্দ্রীয় সব প্রকল্প কেন বন্ধ করে রেখেছে? এই টাকা কী বিজেপির টাকা?”

Amit Shah: বিজেপি ক্ষমতায় এলেও চলবে লক্ষ্মীর ভাণ্ডার? কোনও প্রকল্প বন্ধ হবে না, আশ্বাস শাহের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 31, 2025 | 10:47 AM

কলকাতা: বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে চলা কোনও প্রকল্প বন্ধ হবে না। স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাজ্যে বর্তমানে চলা সব প্রকল্পই চালু থাকবে, সেই সঙ্গে নতুন প্রকল্পও চালু করবে বিজেপি, আশ্বাস অমিত শাহের। প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে তৃণমূল অপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। একদিন কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরেও এখনকার বর্তমান সরকার যে সমস্ত প্রকল্প চালাচ্ছে তার মধ্যে একটা স্কিমও বন্ধ হবে না। আর তাছাড়া আমাদের ইস্তেহারে আমরা যে সমস্ত প্রকল্পের কথা বলব তা বাস্তবের রূপ পাবে। এটা গোটা দেশেই আমাদের ট্র্যাক রেকর্ড।” 

এ নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হলে ছেড়ে কথা বলতে নারাজ তৃণমূল। পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ নিয়ে সুর চড়াচ্ছেন তৃণমূল নেতারা, সুর চড়াচ্ছেন বাংলার বঞ্চনা নিয়ে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, “বাংলায় ওরা কেন্দ্রীয় সব প্রকল্প কেন বন্ধ করে রেখেছে? এই টাকা কী বিজেপির টাকা? এটা তো জনসাধারণের টাকা, করদাতাদের টাকা। জিএসটি-তে সব টাকা নিয়ে যাচ্ছেন আর কেন্দ্রীয় প্রকল্পের সব টাকা কোন অধিকারে বন্ধ করা হয়েছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অর্ডার দিলেও পশ্চিমবঙ্গকে খেতে দেব না, গরিব মানুষের পেটে লাথি মারব, এই মানসিকতা নিয়ে বিজেপি ভোট চাইছে।” 

এখানেই না থেমে বিজেপির বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে দেখা যায় জয়প্রকাশ মজুমদারকে। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, “হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বললেও ওরা মানবে না। বিজেপি এমন একটা দল যাঁরা ভারতের সংবিধান মানে না, যা ইচ্ছে তাই করে। ২০২৬ সালের নির্বাচনে মমতার বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে ওদের বাড়ি যেতে হবে।”