Byron Biswas : তৃণমূলকে ধরাশায়ী করতে কাজ করল কোন এক্স ফ্যাক্টর? টিভি-৯ বাংলায় রহস্য উদঘাটন বাইরনের

Byron Biswas : সাগরদিঘি উপনির্বাচনে প্রায় ২৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তাঁর বড় জয়ের পিছনে কাজ করছে কোন এক্স ফ্যাক্টর?

Byron Biswas : তৃণমূলকে ধরাশায়ী করতে কাজ করল কোন এক্স ফ্যাক্টর? টিভি-৯ বাংলায় রহস্য উদঘাটন বাইরনের
বাইরন বিশ্বাসের এক্সক্লুসিভ সাক্ষাৎকার
Follow Us:
| Updated on: Mar 03, 2023 | 5:51 PM

কলকাতা : সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi by-election news) ফলপ্রকাশের পর থেকেই উচ্ছ্বাস বাম-কংগ্রেস শিবিরে। জোর ধাক্কা তৃণমূলে (Trinamool Congress)। সিংহভাগ ক্ষেত্রে উপনির্বাচনের ফলে শাসকদল এগিয়ে থাকলেও বৃহস্পতিবার সাগরদিঘির ফল প্রকাশের পর দেখা গিয়েছে সম্পূর্ণ উল্টো ছবি। প্রায় ২৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস (Byron Biswas)। তাঁর দাবি, কংগ্রেসের পালে হাওয়া যে লেগেছে তা এখন থেকেই স্পষ্ট। স্বচ্ছভাবে ভোট হলে পঞ্চায়েতে বাম-কংগ্রেস জোট ভাল ফল করবে বলে মনে করছেন বাইরন। টিভি-৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন বাইরন। 

আপনার জয়ের পিছনে কোন কোন ফ্যাক্টর কাজ করল? 

আমরা শুধু সাগরদিঘি নয় বাংলার বিভিন্ন জায়গাতেই অনুদান দিয়ে থাকি। সাগরদিঘিতে নানা জায়গায় অনুদান দিয়েছি। সাগরদিঘির মানুষের নানা সমস্যা রয়েছে। সেগুলো থেকে দীর্ঘদিন থেকে কথা বলছি। এখানে পানীয়জলের সমস্যা বহু পুরনো। বহু মানুষ এখনও পুকুরের জল খান, রান্না করেন। এখান থেকেই বোঝা যায় এতদিনে আদৌও কতটা সাগরদিগির উন্নয়ন হয়েছে। এখনও অনেক লোকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।

সংখ্যালঘু ভোট কী ফ্যাক্টর হয়েছে আপনার জন্য? নওশাদের গ্রেফতারি কী আপনাদের পালে হাওয়া লাগিয়েছে?

কিছুটা তো অবশ্যই এটা কারণ। মানুষের মধ্যে ক্ষোভ ছিল। সেন্ট্রাল ফোর্স দিয়ে এবারে ভোট হল। আর সে কারণেই মন খুলে ভোট দিতে পেরেছে। এ কারণেই বাকিদের সঙ্গে আমাদের ব্যবধানটা আরও স্পষ্ট হয়েছে ভোটের ফলে। জয়ী হতে পেরেছি আমি।

বাম-কংগ্রেস জোট তাহলে কী আরও শক্তপোক্ত হলে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব? আগামীদিনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন?

জোট একশো শতাংশ কাজ করেছে। জোট থাকলে ভালই হবে। স্বচ্ছভাবে পঞ্চায়েত ভোট হলে সেখানেও এর প্রভাব দেখতে পাওয়া যাবে। কংগ্রেস ভাল রেজাল্ট করবে। লোকসভা ভোটেও কয়েকটা আসন বেরিয়ে যেতে পারে। সেই হাওয়া এখনই বোঝা যাচ্ছে। তবে স্বচ্ছভাবে ভোট না হলে নির্বাচন করানো আর না করানো একই ব্যাপার।